Name of the Experiment: ত্রিভুজের ভূমি ও উচ্চতার মান গ্রহণ করে ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রাম।
Experiment No: 5
Date:.........
Page No:........
প্রয়োজনীয় যন্ত্রপাতি: একটি পার্সোনাল কম্পিউটার।
প্রয়োজনীয় সফটওয়্যার :
১. একটি অপারেটিং সিস্টেম । যেমন: Windows 7 / Windows 8 / windows 10 এবং
২. GNU GCC কম্পাইলারাসহ একটি IDE (Integrated Devel\ment Environment)। যেমন: Code :: Blocks
প্রক্রিয়া অনুসরণ:
১. Start / Windows বাটনের উপর ক্লিক করতে হবে।
২. Programmes / All programmes হবে এর উপর ক্লিক করতে হবে।
৩. Code Blocks – এর উপর ক্লিক করতে হবে। তাহলে Code Blacks – এর উইন্ডো দেখতে পারে।
৪. তারপর নতুন ফাইল খুলতে Ctrl + Shift + N চাপতে হতে বা File মেনু থেকে New- Empty File ক্লিক করতে হবে ফলে একটি নতুন ট্যাবে কোড এডিটর ওপেন হবে। এডিটরে প্রয়োজনীয় কোড লিখতে হবে।
সূত্রঃ area = ½ base* height
প্রোগ্রাম কোড:
#include <stdio.h>
int main()
{
int base, height;
double area;
printf(“Enter the value of base:\n”);
scanf(“%d”,&base);
printf(“Enter the value of height:\n”);
scanf(“%d”,&height);
area = 0.5*base*height;
printf(“Area = %lf \n”,area);
return 0;
}
প্রোগ্রাম সংরক্ষনঃ
১. ফাইলটি সেভ করতে File menu তে ক্লিক করে l Save As এর উপর ক্লিক করি অথবা কি-বোর্ড থেকে Ctrl + S চাপি ।তাহলে Save file ডায়ালগ বক্স আসবে।
২. File name -এর Text বক্সে যেকোনো নাম টাইপ করি। নামের শেষে .C এক্সটেনশন দিতে হবে।
৩. Save as type-এর ড্রপডাউন লিষ্টি হতে c/c+ Source file সিলেক্ট করি।
৪. অবশেষে OK-এর উপর ক্লিক করি।
প্রোগ্রাম নির্বাহ:
১. কম্পাইল করার জন্য Build মেনু হতে Build এর উপর ক্লিক করি অথবা Ctrl+F9 চাপি।
২. রান করার জন্য Build মেনু হতে Run এর উপর ক্লিক করি অথবা Ctrl + F10 চাপ।
৩. কম্পাইল ও রান একত্রে করার জন্য Build মেনু হতে Build and Run এর উপর ক্লিক করি অথবা F9 চাপি।
ফলাফল: এই প্রোগ্রামে ত্রিভুজের ভূমি ও উচ্চতার মান ইনপুট নেই। এই প্রোগ্রাম রান করলে নিচে প্রদর্শিত চিত্র-২ এর মতো ফলাফল দেখতে পাবো।
ব্যাখা:
১. প্রোগ্রামটিতে stdio.h লাইব্রেরি ফাংশনের অন্তর্ভুক্ত ফাংশনগুলো ব্যবহৃত হয়েছে।
২. মনিটরে কোনো কিছু প্রদর্শনের জন্য printf() ব্যবহৃত হয়েছে।
৩. কি-বোর্ড থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য scanf() ব্যবহৃত হয়েছে।
৪. স্পেসিফায়ার হিসেবে ফরম্যাট স্পেসিফায়ার %d %f ব্যবহৃত হয়েছে, যা যথাক্রমে int & float ডেটা টাইপ নির্দেশ করে।