Data_transmission_efficiency

ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্ণয় করার আগে এর ধারণা পরিষ্কার থাকা প্রয়োজন। দক্ষতা বলতে বোঝায়, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কতটা আসল ডেটা সফলভাবে পাঠানো যায়। ডেটা প্রেরণের সময় অতিরিক্ত বিট যেমন স্টার্ট বিট, স্টপ বিট, বা হেডার যুক্ত হয়, যা পুরো ডেটা পরিবহণের অংশ হলেও আসল ডেটা নয়। তাই দক্ষতা নির্ণয়ে শুধু মূল ডেটা বিবেচনায় নিয়ে হিসাব করতে হয়।

দক্ষতা সূত্র Fraction আকারে

দক্ষতা নির্ণয় করতে আমাদের নিচের সূত্রটি মনে রাখতে হবে,

       দক্ষতা = প্রকৃত ডেটা বিট মোট ডেটা বিট × 100%

অ্যাসিনক্রোনাস ট্রন্সমিশনঃ

অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। এক একটি ক্যারেক্টার ১ বাইট অর্থাৎ ৮ বিট যায়গা নেয়।

উপরের চিত্র থেকে দেখতে পাই,

একটি ক্যারেক্টার বা ১ বাইট ডেটা পাঠাতে,

 

প্রকৃত ডেটা বিট = 8 bit

অতিরিক্ত বিট     = 3 bit

মোট ডেটা বিট   = (8 +3) = 11 bit

 

প্রশ্নঃ অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন প্রদ্ধতিতে 10 KB ডেটা পাঠাতে তার দক্ষতা নির্ণয় করো।

প্রকৃত ডেটা বিট = 10 KB 

        = (10 x 1000) B

        = 10000 B

        = (10000 x 8) B  [ যেহেতু 1 byte = 8 bit ]

        = 80000 bit

মোট ডেটা বিটঃ (ঐকিক নিয়ম)

বর্ডার বিহীন টেবিল
প্রকৃত বিট 8 হলে মোট ডেটা বিট =    11 টি
'' '' 1 '' '' '' ''  11  8 টি
'' '' 80000 '' '' '' '' 11 × 80000 8 টি
=      110000 টি

অতএব, মোট ডেটা বিট = 110000 টি

দক্ষতা সূত্র Fraction আকারে

আমরা জানি,

দক্ষতা = প্রকৃত ডেটা বিট মোট ডেটা বিট × 100%

           = 80000 110000 × 100%

         = 72.7272%

         ≈ 73% (প্রায়)

সিনক্রোনাস ট্রন্সমিশনঃ

সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ব্লক বা ফ্রেম আকারে ডেটা আদান প্রদান করা হয়। প্রকৃত ডেটার সাথে অতিরিক্ত ৪ বাইটের হেডার ও ট্রেইলার যুক্ত হয়।

synchronous transmission

প্রকৃত ডেটা বিট  = 80 byte

  = (80 x 8) bit

  = 640 bit 

অতিরিক্ত বিট  = (4 x 8) = 32 bit

মোট ডেটা বিট = (640 + 32) = 672 bit

প্রশ্নঃ সিনক্রোনাস ট্রান্সমিশন প্রদ্ধতিতে 10 KB ডেটা পাঠাতে তার দক্ষতা নির্ণয় করো।

প্রকৃত ডেটা বিট = 10 KB 

        = (10 x 1000) B

        = 10000 B

        = (10000 x 8) B  [ যেহেতু 1 byte = 8 bit ]

        = 80000 bit

মোট ডেটা বিটঃ (ঐকিক নিয়ম)

বর্ডার বিহীন টেবিল
প্রকৃত বিট 640 হলে মোট ডেটা বিট =    672 টি
'' '' 1 '' '' '' ''  672  640 টি
'' '' 80000 '' '' '' '' 672 × 80000 640 টি
=      84000 টি
দক্ষতা সূত্র Fraction আকারে

আমরা জানি,

দক্ষতা = প্রকৃত ডেটা বিট মোট ডেটা বিট × 100%

           = 80000 84000 × 100%

         = 95.23%

         ≈ 95% (প্রায়)