Data distribution mode

প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে একে চার ভাগে ভাগ করা হয়েছে। যথা:-

 

ইউনিকাস্ট:

 

এই ব্যবস্থায় একটি প্রেরকের কাছ থেকে শুধু একটি গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারবে। সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স ও ফুল-ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোডও বলা হয়। যেমন: মোবাইল, টেলিফোন, ওয়াকিটকি ইত্যাদি।

 

ব্রডকাস্ট:

 

এ পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকলেও ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে। এই পদ্ধতি শুধু সিমপ্লেক্স হয়ে থাকে। যেমন: রেডিও,টেলিভিশন।

 

মাল্টিকাস্ট:

 

এ পদ্ধতিতে একটি প্রেরক হতে ডেটা প্রেরণ করলেও তা শুধু নির্দিষ্ট সদস্যরা গ্রহণ করতে পারে। যেমন: ভিডিও কনফারেন্সিংয়ে, চ্যাটিং, গ্রুপ ভিডিও চ্যাটিং।