১ম অধ্যায় ১ দাগ

ভার্চুয়াল রিয়েলিটি

১. ভার্চুয়াল রিয়েলিটি কী? [রা. বো. ‘২৩]

 

উত্তরঃ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাই হলো ভার্চুয়াল রিয়েলিটি।


আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

১৫. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?/ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা AI (Artificial Intelligence) কী? [ ঢা. বো. ‘১৬, সি. বো. ‘১৯, মা. বো. ‘২৩]

 

উত্তরঃ মানুষের চিন্তা-ভাবনাগুলো কৃত্রিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বলে।

 

১৬. কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে?

 

উত্তরঃ জন ম্যাকার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়।



রোবটিক্স

১৮. রোবট কী?

 

উত্তরঃ রোবট কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের হস্তক্ষেপ ছাড়াই পূর্বে দেওয়া প্রোগ্রাম অনুযায়ী মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে।

 

১৯. অ্যাকচুয়েটর কী?

 

উত্তরঃ অ্যাকচুয়েটর রোবটের শরীরের বিভিন্ন অংশ নড়াচড়া করানোর জন্য একাধিক বৈদ্যুতিক মোটর, হাইড্রোলিক সিস্টেম ও নিউমেটিক সিস্টেমের সমন্বয়ে তৈরিকৃত বিশেষ ব্যবস্থা।



ক্রায়োসার্জারি

২০. ক্রায়োসার্জারি কী? চ. বো. ‘২৩: সি. বো. ‘১৬, ঢা. বো ‘১৭]

 

উত্তরঃ ক্রায়োসার্জারি হলো অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে অত্যধিক ঠান্ডা করে ধ্বংস করার একটি চিকিৎসা পদ্ধতি।

 

২১. ক্রায়োপ্রোব কী? [য. বো. ‘২৩।

 

উত্তরঃ ক্রায়োপ্রোব হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এক ধরনের মেডিক্যাল ডিভাইস, যা চামড়ার কোনো ক্ষত বা আঁচিল সারাবার জন্য ক্রায়োসার্জারি ট্রিটমেন্ট করে।

 

২২. ক্রায়োজনিক এজেন্ট কী? [সি. বো. ‘২৩]

 

উত্তরঃ ক্রায়োসার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস, যেমন- তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলোকে ক্রায়োজনিক এজেন্ট বলে।

 



মহাকাশ অভিযান

২৩. মহাকাশ অভিযান কাকে বলে?  [মা. বো. ‘২৩।

 

উত্তরঃ কোনো মহাকাশযান যখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে পৃথিবীপৃষ্ঠ থেকে কমপক্ষে একশত কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাইরে যায় তখন সেটাকে মহাকাশ অভিযান বলা হয়।



বায়োমেট্রিক্স

২৪. হ্যান্ড জিওমিট্রি কী? [মা. বো. ১৮]

 

উত্তরঃ মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠনে ভিন্নতা পরিলক্ষিত হয়। হ্যান্ড জিওমিট্রি পদ্ধতিতে বায়োমেট্রিক ডিভাইস দ্বারা মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন ও সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয়।

 

২৫. বায়োমেট্রিক্স কী? [ব. বো. ১৯: দি. বো. ১৬. ‘২৩]

 

উত্তরঃ বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়।

 



বায়োইনফরমেটিক্স

২৬. বায়োইনফরমেটিক্স কী/কাকে বলে? [সি. বো. ‘১৭; দি. বো. ‘২৩]

 

উত্তরঃ বায়োইনফরমেটিক্স হলো এমন একটি ব্যবস্থা যেখানে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিসের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফলিত গণিত, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জৈব রসায়ন ব্যবহার করা হয়।



জেনেটিক ইঞ্জিনিয়ারিং

২৭. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?

 

উত্তরঃ জিন কৌশল নিয়ে নানাবিধ গবেষণাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

 

২৮. জিনোম কী?

 

উত্তরঃ মানবদেহে ২০ হাজার থেকে ৩০ হাজার জিন রয়েছে। এ ধরনের এক সেট জিনকে জিনোম বলে।

 

২৯. GMO কী?

 

উত্তরঃ রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় Genetically Modified Organism (GMO) |

ন্যানোটেকনোলজি

৩০. ন্যানোটেকনোলজি কী? [ঢা. বো., কু. বো. ‘২৩; রা. বো; য. বো; কু. বো.; দি. বো. ‘১৭]

 

উত্তরঃ ন্যানোটেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা যায় অর্থাৎ এর পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি করা যায়।

 

৩১. ন্যানোমিটার কাকে বলে?

 

উত্তরঃ এক মিটার এর 1,000,000,000 (100 কোটি) ভাগের এক ভাগকে ন্যানোমিটার বলা হয়।