
১. কমিউনিকেশন সিস্টেম কী?
উত্তরঃ যে পদ্ধিতির মাধ্যমে যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্য, ভিডিও আদান-প্রদান করা হয় তাই কমিউনিকেশন সিস্টেম।
২. ডেটা কমিউনিকেশন কী? [কু. বো, ‘১৭: দি. বো. ‘১৯]
উত্তরঃ কোনো ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াইগুলো ডেটা কমিউনিকেশন।
৩. মডুলেশন কী? [সি. বো. ‘১৮]
উত্তরঃ যে প্রক্রিয়ায় ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে বা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে পরিণত করে তাই মডুলেশন।
৪. ডিমডুলেশন কী? [ঢা. বো. ‘২৩]
উত্তরঃ মডেমের মাধ্যমে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াই হলো ডিমডুলেশন।
৫. ব্যান্ডউইথ কী? [রা. বো. ১৬; মা. বো. ‘১৭; সি. বো. ‘১৮; দি. বো. ‘১৯; ‘২৩, য. বো., ম. বো. ‘২৩]
উত্তরঃ ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হার-ই হলো ব্যান্ডউইথ।
৬. মডেম কী? [কু. বো.; চ. বো.; সি. বো. ‘১৭]
উত্তরঃ মডেম হলো একটি ডেটা কমিউনিকেশন ডিভাইস, যা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পৌছে দেয়।
৭. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কী? [মা. বো. ‘১৯]
উত্তরঃ যে ট্রান্সমিশনে ডেটা বা তথ্য পর্যায়ক্রমে ১ বিট করে আদান-প্রদান করে তাকে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে একসাথে আট বিট পর্যন্ত ডেটা পাঠানো হয়ে থাকে।
৮.আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন কী?
উত্তরঃ সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সন হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। এতে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখা হয়।
৯. সিনক্রোনাস ট্রান্সমিশন কী? [সি. বো. ‘১৮]
উত্তরঃ যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রাথমিক স্টোরেজ ডিভাইস থেকে ডেটাসমূহকে ব্লক আকারে ট্রান্সমিট করা হয়, তা-ই সিনক্রোনাস ট্রান্সমিশন।
১০. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কী?
উত্তরঃ যে ডেটা ট্রান্সমিশন সিস্টেম প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয়, তা-ই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন।
১১. সিমপ্লেক্স মোড কী?
উত্তরঃ যে পদ্ধতিতে ডেটা শুধু এক দিকে প্রেরণ করা যায় সেটিই সিমপ্লেক্স মোড।
১২. ইউনিকাস্ট মোড কাকে বলে?
উত্তরঃ সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোড বলে।
১৩. ব্রডকাস্ট মোড কী?
উত্তরঃ নেটওয়ার্কের কোনো একটি নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্যকোনো যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করে। যেমন- টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তা সকলেই দেখতে পারে।
১৪. মাল্টিকাস্ট মোড কী?
উত্তরঃ মাল্টিকাস্ট মোড নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করতে পারে না। শুধু নির্দিষ্ট একটি গ্রুপের সদস্য গ্রহণ করতে পারবে।
১৫. ডেটা ট্রান্সমিশন মোড কী? [রা. বো. ‘১৯; সি. বো. ‘১৭; ব. বো. ১৬)
উত্তরঃ ডেটা প্রবাহের নির্দিষ্ট দিক-ই হলো ডেটা ট্রান্সমিশন মোড।
১৬. হাফ ডুপ্লেক্স মোড কী? [সি. বো. ‘২৩]
উত্তরঃ হাফ ডুপ্লেক্স মোড পদ্ধতিতে দুইদিকেই ডেটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব, কিন্তু একসাথে নয়, আলাদা আলাদাভাবে। একটি ডিভাইস ডেটা পাঠালে অন্যটিকে অপেক্ষা করতে হয় তার সুযোগ আসার জন্য।
১৭ . ফুল ডুপ্লেক্স মোড কী? [কু. বো. ‘২৩]
উত্তরঃ ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা উভয় দিকে প্রেরণ করা যায়। অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়ই এক সাথে ডেটা আদান-প্রদান করতে পারে।
১৮. ডেটা কমিউনিকেশনের মাধ্যম কী? [চ. বো. ‘২৩]
উত্তরঃ চ্যানেল বাস্তবায়নের জন্য যে সমস্ত মাধ্যম বা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা মিডিয়া বলা হয়।
১৯. টুইস্টেড পেয়ার ক্যাবল কী?
উত্তরঃ দুটি পরিবাহী কপার বা তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে যে ধরনের ক্যাবল তৈরি করা হয় তাই টুইস্টেড পেয়ার ক্যাবল।
২০. কো-এক্সিয়াল ক্যাবল কী?
উত্তরঃ LAN এ ব্যবহৃত প্রথম ক্যাবল টাইপই হচ্ছে কো-এক্সিয়াল ক্যাবল।
২১. অপটিক্যাল ফাইবার ক্যাবল কী? [মা. বো. ‘২৩]
উত্তরঃ অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো ডাই- ইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ, যা আলো নিবন্ধকরণ ও পরিবহণে সক্ষম।
২২. থিকনেট কী?
উত্তরঃ থিকনেট হলো ভারী ও নন ফ্লেক্সিবল মিডিয়া।
২৩. WiMAX কী? [রা. বো. ‘২৩]
উত্তরঃ WiMAX দ্রুতগতির একটি যোগাযোগ প্রযুক্তি যেটি প্রচলিত DSL (Digital Subscriber Line) এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে। Worldwide Interoperability for Microwave Access-এর সংক্ষিপ্ত রূপ WiMAX
২৪. বুটুথ কী? [ঢা. বো.; রা. বো. ‘১৯]
উত্তরঃ বুটুথ হলো তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রটোকল, যা স্বল্প দূরত্বে ডেটা আদান- প্রদানের জন্য ব্যবহৃত হয়।
২৫. ইনফ্রারেড কী? [সি. বো. ‘১৯]
উত্তরঃ ইনফ্রায়েড হলো এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব, যার ফ্রিকোয়েন্সি 300 GHz-430 THz পর্যন্ত।
২৬. Hotspot কী?
উত্তরঃ পরস্পর সংযুক্ত ইন্টারনেটে প্রবেশ বিন্দু বা এক্সেস পয়েন্টগুলোকে হটস্পট বলে।
২৭. ওয়াই-ফাই কী?
উত্তরঃ ওয়াই-ফাই হচ্ছে তারবিহীন এক ধরনের লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা।
২৮. পিকোনেট কী? [ঢা. বো. ‘২৩]
উত্তরঃ স্বল্প দূরত্বে অবস্থিত কোনো ব্যক্তির ব্যবহৃত ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য তৈরি নেটওয়ার্ক বা Wireless Personal Area Network (WPAN) কে পিকোনেট বলে।
২৯. পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী? [সি. বো. ‘১৯]
উত্তরঃ পিয়ার টু পিয়ার নেটওয়াক হচ্ছে এমন এক ধরনের নেটওয়ার্ক যেখানে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কোনো সার্ভারের সাহায্য ছাড়াই একে অপরের সাথে সংযুক্ত হতে পারে।
৩০. কম্পিউটার নেটওয়ার্ক কী? [ব. বো. ‘১৯]
উত্তরঃ যেকোনো দূরত্বে স্থাপিত একাধিক কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য যে সংযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়, তা-ই কম্পিউটার নেটওয়ার্ক।
৩১. হাব কী? [ঢা. বো. ‘১৬; দি. বো. ‘১৭]
উত্তরঃ দুইয়ের অধিক কম্পিউটারকে সংযুক্ত করতে ব্যবহৃত কেন্দ্রীয় ডিভাইস-ই হলো হাব।
৩২. রাউটার কী?
উত্তরঃ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্য যে হার্ডওয়্যার ব্যবহার করা হয়, তা-ই রাউটার।
৩৩. NIC বা Network Interface Card কী? [ঢা. বো. ‘১৭; সি. বো. ‘২৩]
উত্তরঃ কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে নেটওয়ার্ক ইন্টাফেস কার্ড বা সংক্ষেপে NIC বলে।
৩৪. ‘ব্রিজ’ কী? [ব. বো. ‘১৭; মা, বো. ‘১৬]
উত্তরঃ একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে নেটওয়ার্কের পরিধি সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ ধরনের ডিভাইস হচ্ছে ব্রিজ।
৩৫. সুইচ কী? [কু. বো. ‘১৬]
উত্তরঃ সুইচ হলো এমন একটি নেটওয়ার্ক ডিভাইস যা প্রেরিত সিগন্যাল গ্রহণ করার পর এটি শুধু টার্গেট কম্পিউটারে প্রেরণ করে।
৩৬. বাস টপোলজি কী?
উত্তরঃ যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকয়টি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে, তা-ই বাস টপোলজি।
৩৭. টপোলজি কী? [রা. বো. ‘১৭]
উত্তরঃ কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগ ব্যবস্থা বা কৌশলই টপোলজি।
৩৮. স্টার টপোলজি কী?
উত্তরঃ যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে, তা- ই স্টার টপোলজি।
৩৯. ট্রি টপোলজি কী?
উত্তরঃ যে টপোলজিতে কম্পিউটারগুলো পরস্পরের সাথে শাখা-প্রশাখা হিসেবে বিন্যস্ত থাকে, যা দেখতে অনেকটা গাছের মতো তা-ই ট্রি টপোলজি।
৪০. লিনিয়ার টপোলজি কী?
উত্তরঃ যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। একে অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয়।
৪১. রিং টপোলজি কী?
উত্তরঃ একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারর সাথে এমনভাবে যুক্ত থাকে যা দেখতে অনেকটা রিং এর মতো, তাই এর নামকরণ হয়েছে রিং টপোলজি।
৪২. স্টার টপোলজি কী?
উত্তরঃ যে নেটওয়ার্কে একটি কম্পিউটার অপর একটি কম্পিউটারের সাথে এমনভাবে যুক্ত থাকে যা দেখতে অনেকটা আকাশের তারার মতো, এ জন্য এ নেটওয়ার্কের নাম হয়েছে স্টার নেটওয়ার্ক।
৪৩. মেশ টপোলজি কীভাবে যুক্ত থাকে?
উত্তরঃ মেশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্ত প্রতিটি কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে।
৪৪. ক্লাউড কম্পিউটিং কী? [য. বো. ১৯, ১৭, ১৬: কু. বো.’ ১৮, দি. বো, ‘১৭; ম. বো. ‘২৩]
উত্তরঃ কম্পিউটার ও ডেটা স্টোরেজ সহজে, ক্রেতার সুবিধামতো চাহিবামাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়ার সিস্টেমই হলো ক্লাউড কম্পিউটিং।
৪৫. পাবলিক ক্লাউড কী? [মা. বো. ‘২৩]
উত্তরঃ জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলের বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ এবং অন্যান্য রিসোর্স ইত্যাদির সার্ভিসযুক্ত ক্লাউড-ই পাবলিক ক্লাউড।
৪৬. মাল্টিকাস্ট ট্রান্সমিশন কী? [ব. বো. ‘১৯]
উত্তরঃ নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা যদি শুধু নির্দিষ্ট একটি গ্রুপের সকল সদস্য গ্রহণ করতে পারে কিন্তু নেটওয়ার্কের অধীন সকল নোড গ্রহণ করতে পারে না, তাই মাল্টিকাস্ট মোড বা ট্রান্সমিশন।
৪৭. LAN কী? [চ. বো. ১৬]
উত্তরঃ LAN (Local Area Network) হচ্ছে এক প্রকার কম্পিউটার নেটওয়ার্ক, যা সীমিত ভৌগোলিক এলাকায় কম্পিউটারসমূহের মধ্যে নেটওয়ার্ক সংযোগ স্থাপন করে।
৪৮. নেটওয়ার্ক কী?
উত্তরঃ ডেটা বা রিসোর্স শেয়ার করার উদ্দেশ্যে দুই বা ততোধিক কম্পিউটারের সংযুক্তিই হলো নেটওয়ার্ক।
৪৯. ট্রান্সমিশন সিস্টেম কী?
উত্তরঃ কতগুলো যন্ত্রের সমন্বয়ে গঠিত একটি মাধ্যম দিয়ে ডেটা আদানপ্রদান করাই হলো ট্রান্সমিশন সিস্টেম।
৫০. ‘নোড’ কী?
উত্তরঃ নোড হলো নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযোগস্থল।
৫১. রাউটিং কী?
উত্তরঃ এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াই হলো রাউটিং।
৫২. ব্রডকাস্ট কী?
উত্তরঃ প্রেরকের সাথে সংযুক্ত সকল গ্রাহকের কাছে একবারে একটি ট্রান্সমিশনের মাধ্যমে ডেটা পাঠানোর পদ্ধতিই ব্রডকাস্ট।
৫৩. LAN-এর পূর্ণরূপ লেখ।
উত্তরঃ LAN-এর পূর্ণরূপ- Local Area Network.
৫৪. ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে?
উত্তরঃ এক কম্পিউটার থেকে দূরবর্তী কোনো কম্পিউটারে ডেটা কমিউনিকেশন করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ডেটা কমিউনিকেশন মোড বলে।
৫৫. V-32 কী?
উত্তরঃ V-32 একটি সাধারণ মডেম যা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পৌছে দেয়।
৫৬. ক্লাডিং কী?
উত্তরঃ ক্লাডিং অপটিক্যাল ফাইবারের একটি অংশ যা কাচ বা প্লাস্টিকের তৈরি।
৫৭. UTP কী?
উত্তরঃ UTP হলো Unshielded Twisted Pair.
৫৮. অ্যামচার কী?
উত্তরঃ অ্যামচার এক ধরনের রেডিও সেবা।
৫৯. STP কী?
উত্তরঃ STP হলো Shielded Twisted Pair.
৬০. IC কী?
উত্তরঃ IC হলো Integrated Circuit. এটি এক ধরনের চিপ।
৬১. GPS কী?
উত্তরঃ GPS হলো Global Positioning System এর সাহায্যে গাড়ির চালক, নৌকা ও জাহাজের নাবিক, বিমানের পাইলটের গতি জানা যায়।
৬২. ভয়েস ব্যান্ড কী?
উত্তরঃ ভয়েস ব্যান্ডে ডেটা চলাচলের গতি সাধারণত সর্বনিম্ন 1200 bps থেকে সর্বোচ্চ 9600 bps পর্যন্ত হয়ে থাকে।
৬৩. বিট সিনক্রোনাইজেশন কাকে বলে?
উত্তরঃ সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট
সিনক্রোনাইজেশন বলে।
৬৪. ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন কী?
উত্তরঃ ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন মোবাইল কম্পিউটিং এর একটি সাধারণ উপাদান।
৬৫. ওয়্যারলেস নেটওয়ার্ক কী?
উত্তরঃ এক এলাকা থেকে অন্য এলাকায় 2.4 GHz Wi-Fi ডিভাইসের মাধ্যমে স্থান পরিবর্তনকালীন অর্থাৎ ভ্রমণের সময় এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে সংযোগ স্থাপন করে ডেটা আদানপ্রদান করার প্রক্রিয়াকে ওয়্যারলেস নেটওয়ার্ক বলে।
৬৬. বেতার তরঙ্গ কী?
উত্তরঃ বেতার তরঙ্গ এক প্রকারের তড়িৎ চৌম্বকীয় বিকিরণ যার তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 1 মিলিমিটর থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়।
৬৭. ওয়্যারলেস প্যান কী?
উত্তরঃ বুটুথ ও ইনফ্রারেডের মাধ্যমে হ্যান্ডসেট বা ল্যাপটপের মধ্যে যোগাযোগ পদ্ধতি হলো ওয়্যারলেস প্যান।
৬৮. ওয়্যারলেস ল্যান কী?
উত্তরঃ ওয়্যারলেস ল্যান পদ্ধতিতে প্রতিটি কম্পিউটারের সাথে একটি রেডিও মডেম এবং এন্টেনা থাকে যার সাহায্যে প্রতিটি কম্পিউটার অপর কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। :
৬৯. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?
উত্তরঃ অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কতগুলো ইন্টারফেস প্রোগ্রামের সমষ্টি যার মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীরা নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে নেটওয়ার্কে বিদ্যমান বিভিন্ন সম্পদ ভাগাভাগি করতে পারে।
৭০. সক্রিয় হাব কাকে বলে?
উত্তরঃ যে সকল হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে তাকে সক্রিয় হাব বলে।
৭১. ডেটা চলাচলের মাধ্যম কী? [চ. বো. ‘২৩]
উত্তরঃ উৎস থেকে গন্তব্য পর্যন্ত যার মধ্য দিয়ে ডেটা ট্রান্সমিট বা স্থানান্তরিত হতে পারে ‘তাকে ডেটা কমিউনিকেশন বা ডেটা চলাচল মাধ্যম বলে।