
১. বিশ্বগ্রাম কী? [য. বো. ‘১৭]
উত্তরঃ বিশ্বগ্রাম হলো এমন একটি সামাজিক এবং সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষঙ্গিক সকল কিছুই ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির আওতাভুক্ত।
২. ই-মেইল কী? [মা. বো. ‘১৭]
উত্তরঃ E-mail-এর পূর্ণরূপ হলো Electronic mail. এটি বর্তমান বিশ্বের সর্বাধুনিক, দ্রুততম, নির্ভরযোগ্য এবং বহুল ব্যবহৃত ইলেকট্রনিক ডাক ব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশের নেটওয়ার্কভুক্ত কম্পিউটারের মধ্যে ব্যবহারকারী সেকেন্ডের মধ্যে গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট, নানা রকম তথ্য স্বল্প খরচে ও বিশ্বস্ততার সাথে আদান-প্রদান করতে পারে।
৩. যোগাযোগ প্রযুক্তি কী?
উত্তরঃ ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিই হলো যোগাযোগ প্রযুক্তি।
৪. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) কী?
উত্তরঃ যে প্রযুক্তির মাধ্যমে তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো ও গ্রহণ করা হয়, তা-ই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)
৫. টেলিকনফারেন্সিং কী?
উত্তরঃ টেলিযোগাযোগের মাধ্যমে সভা-সমাবেশ করাই হলো টেলিকনফারেন্সিং।
৬. ফ্রিল্যান্সিং কী?
উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যববহার করে কোনো প্রতিষ্ঠানের কাজ খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক পদ্ধতিতে স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী সম্পাদন করে অর্থ উপার্জনের প্রক্রিয়াই হলো ফ্রিল্যান্সিং।
৭. ই-বুক কী?
উত্তরঃ ই-বুক হলো ডিজিটাল ফর্মে টেক্সট বা লেখা, চিত্র ও ড্রয়িং ইত্যাদি সমৃদ্ধ ডকুমেন্ট বা বই যা কোনো কম্পিউটার, ট্যাব, ই-বুক রিডার ও স্মার্ট ফোন ইত্যাদি ব্যবহার করে পড়া সম্ভব।
৮. EHC কী?
উত্তরঃ EHC বা Electronic Health Card হলো ডেটাবেজে সংরক্ষিত রোগীর তথ্য যা ব্যবহার করে যেকোনো স্থান হতে ব্যক্তির রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র পাওয়া সম্ভব।
৯. স্মার্ট হোম কী? [চ. বো. ‘১৯; ব. বো. ‘২৩]
উত্তরঃ স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোর্ট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম ও সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম প্রভৃতি নিয়ন্ত্রণ করা যায়।
১০. ই-কমার্স কী? [রা. বো. ‘১৬; কু. বো. ‘১৭; দি. বো. ১৯; ব. বো. ‘২৩]
উত্তরঃ ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক-এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় করার পদ্ধতিই হলো ই-কর্মাস।
১১. ই-ব্যাংকিং কী?
উত্তরঃ অনলাইনের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করাই হলো ই-ব্যাংকিং।
১২. টেলিমেডিসিন কী? [রা. বো. ১৭; স. বো. ১৮]
উত্তরঃ অনলাইন পদ্ধতিতে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে চিকিৎসা প্রদান বা গ্রহণ করাই হলো টেলিমেডিসিন।
১৩. ভিডিও কনফারেন্সিং কী? [চ.বো. ১৭]
উত্তরঃ টেলিকমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপৎ উভয়মুখী স্থানান্তর করার প্রক্রিয়াই ভিডিও কনফারেন্সিং।
১৪. ভার্চুয়াল রিয়েলিটি কী? [রা. বো. ‘২৩]
উত্তরঃ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাই হলো ভার্চুয়াল রিয়েলিটি।
১৫. কৃত্রিম বুদ্ধিমত্তা কী?/ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা AI (Artificial Intelligence) কী? [ ঢা. বো. ‘১৬, সি. বো. ‘১৯, মা. বো. ‘২৩]
উত্তরঃ মানুষের চিন্তা-ভাবনাগুলো কৃত্রিম উপায়ে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বলে।
১৬. কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে?
উত্তরঃ জন ম্যাকার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়।
১৭. রোবটিক্স কী? [ঢা. বো. ‘১৯; কু. বো.; মা. বো. ‘১৯; য. বো. ‘১৬; ব. বো. ‘১৭; সি. বো. ১৮; দি. বো, ম. বো. ‘২৩]
উত্তরঃ প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয়, সেই শাখাই রোবটিক্স।
১৮. রোবট কী?
উত্তরঃ রোবট কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব যা স্বয়ংক্রিয়ভাবে মানুষের হস্তক্ষেপ ছাড়াই পূর্বে দেওয়া প্রোগ্রাম অনুযায়ী মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে।
১৯. অ্যাকচুয়েটর কী?
উত্তরঃ অ্যাকচুয়েটর রোবটের শরীরের বিভিন্ন অংশ নড়াচড়া করানোর জন্য একাধিক বৈদ্যুতিক মোটর, হাইড্রোলিক সিস্টেম ও নিউমেটিক সিস্টেমের সমন্বয়ে তৈরিকৃত বিশেষ ব্যবস্থা।
২০. ক্রায়োসার্জারি কী? চ. বো. ‘২৩: সি. বো. ‘১৬, ঢা. বো ‘১৭]
উত্তরঃ ক্রায়োসার্জারি হলো অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে অত্যধিক ঠান্ডা করে ধ্বংস করার একটি চিকিৎসা পদ্ধতি।
২১. ক্রায়োপ্রোব কী? [য. বো. ‘২৩।
উত্তরঃ ক্রায়োপ্রোব হচ্ছে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এক ধরনের মেডিক্যাল ডিভাইস, যা চামড়ার কোনো ক্ষত বা আঁচিল সারাবার জন্য ক্রায়োসার্জারি ট্রিটমেন্ট করে।
২২. ক্রায়োজনিক এজেন্ট কী? [সি. বো. ‘২৩]
উত্তরঃ ক্রায়োসার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস, যেমন- তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলোকে ক্রায়োজনিক এজেন্ট বলে।
২৩. মহাকাশ অভিযান কাকে বলে? [মা. বো. ‘২৩।
উত্তরঃ কোনো মহাকাশযান যখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির বাঁধন কাটিয়ে পৃথিবীপৃষ্ঠ থেকে কমপক্ষে একশত কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাইরে যায় তখন সেটাকে মহাকাশ অভিযান বলা হয়।
২৪. হ্যান্ড জিওমিট্রি কী? [মা. বো. ১৮]
উত্তরঃ মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠনে ভিন্নতা পরিলক্ষিত হয়। হ্যান্ড জিওমিট্রি পদ্ধতিতে বায়োমেট্রিক ডিভাইস দ্বারা মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন ও সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয়।
২৫. বায়োমেট্রিক্স কী? [ব. বো. ১৯: দি. বো. ১৬. ‘২৩]
উত্তরঃ বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়।
২৬. বায়োইনফরমেটিক্স কী/কাকে বলে? [সি. বো. ‘১৭; দি. বো. ‘২৩]
উত্তরঃ বায়োইনফরমেটিক্স হলো এমন একটি ব্যবস্থা যেখানে বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিসের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ফলিত গণিত, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জৈব রসায়ন ব্যবহার করা হয়।
২৭. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
উত্তরঃ জিন কৌশল নিয়ে নানাবিধ গবেষণাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
২৮. জিনোম কী?
উত্তরঃ মানবদেহে ২০ হাজার থেকে ৩০ হাজার জিন রয়েছে। এ ধরনের এক সেট জিনকে জিনোম বলে।
২৯. GMO কী?
উত্তরঃ রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় Genetically Modified Organism (GMO) |
৩০. ন্যানোটেকনোলজি কী? [ঢা. বো., কু. বো. ‘২৩; রা. বো; য. বো; কু. বো.; দি. বো. ‘১৭]
উত্তরঃ ন্যানোটেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা যায় অর্থাৎ এর পরিবর্তন, পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি করা যায়।
৩১. ন্যানোমিটার কাকে বলে?
উত্তরঃ এক মিটার এর 1,000,000,000 (100 কোটি) ভাগের এক ভাগকে ন্যানোমিটার বলা হয়।
৩২. “হ্যাকার” কে? [মা. বো. ১৮]
উত্তরঃ যিনি ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার বা সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করেন তিনিই হ্যাকার।
৩৩. হ্যাকিং কী? [চ. বো. ‘১৬, রা. বো. ১৯]
উত্তরঃ ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটার ও সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাই হ্যাকিং।
৩৪. প্লেজিয়ারিজম কী? [যি. বো. ‘১৯; সি. বো. ‘১৬]
উত্তরঃ অনুমতি কিংবা রেফারেন্স উল্লেখ ব্যতীত অন্যের গবেষণা কর্মকে নিজের নামে চালিয়ে দেওয়াই প্লেজিয়ারিজম।
৩৫. সফটওয়্যার পাইরেসি কী?
উত্তরঃ অনুমতি ব্যতীত অন্যের তৈরীকৃত সফটওয়্যার কপি করা, ব্যবহার করা, নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তনের মাধ্যমে নিজের বলে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমই সফটওয়্যার পাইরেসি।
৩৬. তথ্য প্রযুক্তি কী?
উত্তরঃ যে প্রযুক্তির মাধ্যমে তথ্য দ্রুত আহরণ, প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ, আধুনিকীকরণ, ব্যবস্থাপনা এবং বিতরণ করা হয়, তা-ই তথ্য প্রযুক্তি।
৩৭. আউটসোর্সিং কী?
উত্তরঃ কোনো একটি প্রতিষ্ঠান তার কাজ যখন অন্য কোনো একটি প্রতিষ্ঠান বা ব্যক্তিগোষ্ঠীর দ্বারা পারিশ্রমিকের বিনিময়ে সম্পন্ন করিয়ে নেয়, তখন তাকে আউটসোর্সিং বলে।
৩৮. ব্লগ কী?
উত্তরঃ ব্লগ হচ্ছে এক ধরনের অনলাইন ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।
৩৯. রিজার্ভেশন সিস্টেম কী?
উত্তরঃ ইলেকট্রনিক উপায়ে কোনো যানবাহনের আসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করাই হলো রিজার্ভেশন সিস্টেম।
৪০. ‘GIS’-এর পূর্ণরূপ কী?
উত্তরঃ ‘GIS’-এর পূর্ণরূপ হলো- Geographic Information System.
৪১. ম্যানিপুলেশন কী?
উত্তরঃ একটি রোবটের আশপাশের বস্তুগুলোর অবস্থা পরিবর্তন বা বস্তুটি পরিবর্তন করার পদ্ধতিই হলো ম্যানিপুলেশন।
৪২. ড্রোন কী?
উত্তরঃ পাইলটবিহীন স্বয়ংক্রিয়ভাবে চালিত বিমান-ই ড্রোন।
৪৩. ইন্টারনেট কী?
উত্তরঃ ইন্টারনেট হলো বিশ্বব্যাপী হাজারো কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশাল একটি নেটওয়ার্ক।
৪৪. ‘সফটওয়্যার’ কী?
উত্তরঃ কম্পিউটারের যান্ত্রিক সরঞ্জামগুলোর সুপ্ত ক্ষমতাকে কাজে লাগানোর জন্য ধারাবাহিকভাবে সাজানো কাজের নির্দেশমালাই হলো সফটওয়্যার।
৪৫. কম্পিউটার ভাইরাস কী?
উত্তরঃ কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকর কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার।
৪৬. ই-গভর্নেন্স কী?
উত্তরঃ তথ্য প্রযুক্তিনির্ভর শাসন ব্যবস্থাই হলো ই-গভর্নেন্স।
৪৭. কম্পিউটার অপরাধ কী?
উত্তরঃ কম্পিউটারে তথা ইন্টারনেটে কাজ করার সময় নীতিবিরোধী কাজ করাই হলো কম্পিউটার অপরাধ।
৪৮. অনলাইন শপিং কী?
উত্তরঃ ইন্টারনেট বা অন্য কোনো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কোনো পণ্য বা সেবা ক্রয় করাই হলো অনলাইন শপিং।
৪৯. কর্মসংস্থান কী?
উত্তরঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যাংক, বিমা, বহুজাতিক কোম্পানি, মোবাইল কোম্পানিসহ বিভিন্ন অফিসে কর্মসংস্থানের ব্যবস্থা।
৫০. ব্লগার কী?
উত্তরঃ যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়।
৫১. জিআইএস কী?
উত্তরঃ জিআইএস এমন একটি সিস্টেম যা প্রাকৃতিক সম্পদ, ভূমি, পরিবেশ তথা ভৌগোলিক অবকাঠামো ও পারিপার্শ্বিক বিষয় সংক্রান্ত তথ্য বিশ্লেষণ ও সংগঠন করতে পারে।
৫২. এক্সপার্ট সিস্টেম কী?
উত্তরঃ কোনো বিষয়ের উপর বিশাল তথ্য সংগ্রহ করে ঐ বিষয়ের উপর যেকোনো প্রশ্ন করে কম্পিউটার থেকে জেনে নেওয়ার ব্যবস্থা রাখা হয়। এ ধরনের ব্যবস্থাকে এক্সপার্ট সিস্টেম বলে।
৫৩. ফ্লাইট সিমুলেশন কী? [মা. বো. ১৬)
উত্তরঃ ফ্লাইট সিমুলেশন হলো এমন একটি পদ্ধতি যেখানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বিশেষ কম্পিউটার সিস্টেমসমূহের ফ্লাইট সিমুলেশন মাধ্যমে পাইলটদেরকে সত্যিকারের এয়ারক্রাফট ছাড়াই বিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়।
৫৪. ডিজিটাল কনভারজেন্স কী? [মা. বো. ‘২৩]
উত্তরঃ ডিজিটাল কনভারজেন্স হলো বিভিন্ন মাধ্যমের বিভিন্ন প্রযুক্তিকে মিলিত করে একটি মাধ্যমে একীভূত করা এবং কার্যকরভাবে পরিচালনা করা। এক্ষেত্রে টেলিকমিউনিকেশন, ডেটা প্রসেসিং, ইনফরমেশন সিস্টেম এবং ভয়েস ও ইমেজ প্রসেসিং প্রযুক্তির সমন্বয় ঘটে।
৫৫. CAD কী? [ঢা. বো. ‘২৩]
উত্তরঃ উৎপাদনের আগে কম্পিউটারে যে টুল ব্যবহার করে পণ্যের ড্রাফটিং, ডিজাইন, সিমুলেশন প্রভৃতি তৈরি করা হয় তাকে CAD (Computer Aided design) বলে।