area_triangle

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখ।

আমরা জানি, কোন ত্রিভুজের ক্ষেত্রফল = ০.৫ x  ভূমি  x উচ্চতা । সুতরাং কোন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদের তার বেজ ও ভূমির মান জানা প্রয়োজন। ভূমি এর জন্য base ও উচ্চতা এর জন্য height নামে দুইটি ইনপুট ভ্যারিয়েবল নিয়ে নিম্নোক্ত উপায়ে ক্ষেত্রফল নির্ণয় করবো।

অ্যালগরিদমঃ

 

ধাপ-১: শুরু করি।

ধাপ-২: base ও height এর মান ইনপুট নেই।

ধাপ-৩: area = .5*base*height করি।

ধাপ-৪: area এর মান প্রিন্ট করি।

ধাপ-৫: শেষ করি।

ফ্লোচার্টঃ

চিত্রঃ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট

ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রামঃ

Triangle Area Calculator
#include <stdio.h>

int main()
{
    float base, height, area;
    printf("Enter base: ");
    scanf("%f", &base);
    printf("Enter height: ");
    scanf("%f", &height);
    area = 0.5 * base * height;
    printf("Area = %f", area);
    return 0;
}
Enter base: