page: 7
অধ্যায়ঃ ৬
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
২১১. দুটি Number-এর মধ্যে শর্ত জুড়ে দেয়ার জন্য Number Filters ড্রপ ড্রাউন মেনু হতে কোনটি সিলেক্ট করতে হবে? (জ্ঞান)
[ক] Select All [খ] Blank
Between [ঘ] Undo
২১২. শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল করতে কোন আইকনে ক্লিক করতে হয়? (জ্ঞান)
[ক] Undo [খ] Cancel
Toggle Filter [ঘ] Between numbers
২১৩. শর্তযুক্ত বিন্যাস কার্যকর রাখার জন্য কোনটি ক্লিক করতে হয়? (জ্ঞান)
[ক] Remove Filter Apply Filter
[গ] Number Filter [ঘ] Between
২১৪. ডেটাবেজে শর্তের ভিত্তিতে বিন্যাস করা রেকর্ড বিন্যাস পূর্ব অবস্থায় ফিরে যাবে কোনটির ব্যবহারে? (প্রয়োগ)
Remove Filter [খ] Filter by selection
[গ] Apply Filter [ঘ] Filter by forms
২১৫. কোন আইকনটি Apply Filter হিসেবে কাজ করতে পারে? (প্রয়োগ)
[ক] Remove Filter [খ] Advanced Filter
[গ] Selection Toggle Filter
২১৬. ডেটাবেজে শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড বাতিল এবং কার্যকর করতে ব্যবহৃত পড়সসড়হ আইকন কোনটি? (জ্ঞান)
[ক] Filter by selection [খ] Filter for Input
Toggle Filter [ঘ] Sort
২১৭. ডেটাবেজে শর্তের বিন্যাস কার্যকর রাখার জন্য কোন আইকনে Click করতে হবে? (প্রয়োগ)
[ক] Remove Apply Filter
[গ] Apply to All [ঘ] Sort
২১৮. ডেটাটেবিল থেকে রেকর্ডসমূহের এক একটি সাবসেট প্রদর্শন করার কাজে কোনটি ব্যবহৃত হয়? (প্রয়োগ)
[ক] Record [খ] Table
[গ] Form Filter
২১৯. একটি datatable এর সাথে সংশ্লিষ্ট কয়টি ফিল্টার থাকতে পারে? (জ্ঞান)
১ [খ] ২
[গ] ৩ [ঘ] ৪
২২০. Data টেবিলের একই জাতীয় রেকর্ড বের করার জন্য কোন ফিল্টার ব্যবহার করা হয়? (অনুধাবন)
Selection [খ] Remove
[গ] Form [ঘ] Toggle
২২১. Equals এবং Contains অপশন দুটি database রিবনের কোন আইকনের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
[ক] Toggle [খ] Sort
[গ] Form Selection
২২২. ডেটাবেজে Does not Equal অপশনটি কোন আইকনে থাকে? (জ্ঞান)
[ক] Edit Selection
[গ] Design [ঘ] Filter
২২৩. ডেটাবেজে প্রোগ্রামে Does not contains অপশনটি কোন আইকনে থাকে? (জ্ঞান)
Selection [খ] Filter
[গ] Equal [ঘ] Contains
২২৪. কোনো গ্রামের ডেটাবেজের বাসাইল (Basail) গ্রামের তথ্য দেখতে হলে Selection এ ক্লিক করে প্রাপ্ত মেনুতে কী বসাতে হবে? (প্রয়োগ)
[ক] Equals ‘Basail’ এবং does not contain ‘Basail’
Equals ‘Basail’ এবং Contains ‘Basail’
[গ] Does not contain ‘Basail’ এবং Contains ‘Basail’
[ঘ] Does not Equal ‘Basail’ এবং Does not contain ‘Basail’
২২৫. শহীদুল ইসলাম একজন জেলা প্রশাসক। তার অফিসে তার জেলার সকল ইউনিয়নের তথ্য ডেটাবেজ সংরক্ষণ করা হয়। তার জেলার একাধিক ইউনিয়নের তথ্য একসাথে দেখার জন্য তাকে কোনটি করতে হবে? (প্রয়োগ)
[ক] Select All এর চেকবক্সে টিকচিহ্ন রাখতে হবে
[খ] Blank-এর চেকবক্সে টিকচিহ্ন রাখতে হবে
কাক্সিক্ষত গ্রামের চেকবক্সে টিকচিহ্ন রাখতে হবে
[ঘ] অন্যান্য গ্রামগুলোর চেকবক্সে টিকচিহ্ন রাখতে হবে
২২৬. রিবনের কোন আইকনে ক্লিক করলে মেনু আসবে? (জ্ঞান)
[ক] Home [খ] New
[গ] Open Selection
২২৭. মিতু তাদের জেলার বাসাইল গ্রামের রেকর্ড দেখবে। এজন্য তাকে-
i. মেনুতে Equals “Basail” লিখতে হবে
ii. মেনুতে Contains “Basail” লিখতে হবে
iii. Basail গ্রামের ঘরে ইনসার্সন পয়েন্টার রাখতে হবে
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
২২৮. যাদের বয়স ৩০-৬০ তাদের রেকর্ড প্রদর্শনের জন্য-
i. Between Numbers ডায়ালগ বক্স আনতে হবে
ii. ডায়ালগ বক্সের Smallest ঘরে ৩০ বসাতে হবে
iii. ডায়ালগ বক্সের Largest ঘরে ৬০ বসাতে হবে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
২২৯. Toggle Filter আইকনটি-
i. Remove filter হিসেবে কাজ করে
ii. Undo Filter হিসেবে কাজ করে
iii. Apply Filter হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
২৩০. Find what এডিট করে টাইপ করতে হয়-
i. ব্যক্তির নাম
ii. নামের অংশ
iii. ব্যক্তির বয়স
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
২৩১. Find Next বোতাম ক্লিক করলে-
i. টাইপ করা পদবি সিলেক্ট হয়
ii. একই নামের অংশবিশিষ্ট পরবর্তী নাম সিলেক্ট হয়
iii. বারবার ক্লিক করলে সকল নাম খোঁজা হয়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
২৩২. কোনো ডেটাবেজের শুধু মহিলা সদস্যদের তথ্য প্রদর্শনের জন্য-
i. F ফিল্ডে ইনসার্সন পয়েন্টার বসাতে হবে
ii. Equals ‘F সিলেক্ট করতে হবে
iii. Contains ‘F সিলেক্ট করতে হবে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
২৩৩. বিশেষ ব্যক্তির নাম খুঁজতে হলে-
i. Find আইকনে ক্লিক করতে হবে
ii. ব্যক্তির নাম টাইপ করতে হবে
iii. Find What এডিট বারে টাইপ করতে হবে
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
২৩৪. বাসাইল গ্রামের মানুষের রেকর্ড প্রদর্শিত হবে-
i. Equals “Basail” সিলেক্ট করলে
ii. Contains “Basail” সিলেক্ট করলে
iii. Does not Equal Basail সিলেক্ট করলে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii [ঘ] i, ii ও iii
২৩৫. শুধু পুরুষ সদস্যদের তথ্য অনুসন্ধানে-
i. M ফিল্ড ইনসার্সন পয়েন্টার বসাতে হবে
ii. Equals ‘M’ সিলেক্ট করতে হবে
iii. Contains ‘M’ সিলেক্ট করতে হবে
নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৬ ও ২৩৭ নং প্রশ্নের উত্তর দাও :
নোয়াখালী জেলার চরপাতা গ্রামের মানুষের রেকর্ড সংবলিত ডেটাবেজ টেবিল হতে ভোটার তালিকা করা হবে। এজন্য ০-১৭ বছর বয়সের সকলকে পৃথক করতে হবে।
২৩৬. উল্লিখিত বয়সের লোকদের পৃথক করতে কোনটি সিলেক্ট করতে হবে? (প্রয়োগ)
[ক] Table [খ] Find what
Between Numbers [ঘ] Find Next
২৩৭. উক্ত তালিকা করার জন্য-
i. মূল টেবিল থেকে ০-১৭ বছরের বয়সের সকলকে পৃথক করতে হবে
ii. Between Numbers ডায়ালগ বক্সের Smallest ঘরে ০ এবং Largest ঘরে ১৭ বসাতে হবে
iii. তালিকাকরণ শেষ হলে Toggle Filter এর মাধ্যমে মূল তালিকা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩৮ ও ২৩৯ নং প্রশ্নের উত্তর দাও :
একটি ডেটাবেজ টেবিল ১০০টি গ্রামের মানুষের রেকর্ড রয়েছে। এর মধ্যে এনায়েত নগর ইউনিয়নের ১২টি গ্রাম আছে।
২৩৮. উল্লিখিত ইউনিয়নের রেকর্ডসমূহ পৃথক করতে হলে কী করতে হবে? (প্রয়োগ)
[ক] Blank Select করতে হবে
[খ] Select All Select করতে হবে
[গ] সকল চেক বক্সের টিক তুলে দিতে হবে
এনায়েতনগর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের ঘরে ইনসার্সন পয়েন্ট বসাতে হবে
২৩৯. কাক্সিক্ষত তথ্য দেখার জন্য-
i. ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল গ্রামের চেকবক্সে টিক রাখতে হবে
ii. অন্যান্য গ্রামের চেক বক্সে টিক তুলতে হবে
iii. OK বাটন ক্লিক করতে হবে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii i, ii ও iii
২৪০. ডেটাবেজে শর্তযুক্ত তথ্য প্রদর্শন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? (জ্ঞান)
[ক] রিপোর্ট [খ] রিপ্লেস
[গ] সর্টিং কুয়েরি
২৪১. শর্তযুক্ত তথ্য সংরক্ষণ ও মুদ্রণে নেয়ার জন্য প্রদর্শিত তথ্য কী আকারে সংরক্ষণ করতে হয়? (জ্ঞান)
[ক] রিপোর্ট কুয়েরি
[গ] টেবিল [ঘ] ফর্ম
২৪২. কোনটি সরাসরি মুদ্রণে নেয়া যায়? (জ্ঞান)
[ক] ম্যাক্রো [খ] টেবিল
কুয়েরি [ঘ] মডিউল
২৪৩. টেবিলের সবগুলো ফিল্ড অন্তর্ভুক্ত করতে কোন বোতামে ক্লিক করতে হবে? (জ্ঞান)
Add [খ] Remove
[গ] Insert [ঘ] Cancel
২৪৪. বক্সের ফিল্ডের উপর কী করলে ইহা ছকের অন্তর্ভুক্ত হয়? (জ্ঞান)
[ক] ক্লিক ডাবল ক্লিক
[গ] মাউস পয়েন্টার রাখলে [ঘ] ইনসার্সন
২৪৫. যে ফিল্ডের ভিত্তিতে তথ্য আহরণ করা প্রয়োজন সেই ফিল্ডের বরাবর নিচে কোন সারির ঘরে শর্তযুক্ত করতে হবে? (জ্ঞান)
Criteria [খ] Restart
[গ] Table [ঘ] View Point
২৪৬. ডেটাবেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? (জ্ঞান)
[ক] তথ্য সংগ্রহ [খ] তথ্য পাঠানো
[গ] তথ্য মুছে ফেলা তথ্য বাছাই এবং বিন্যাস
২৪৭. কোনটি database ফাইলের এক্সটেনশন? (জ্ঞান)
[ক] XLS [খ] DOCX
DBASE [ঘ] Al
২৪৮. কোনটির ব্যবহার ডেটাবেজ প্রোগ্রামকে অন্যদের থেকে পৃথক করেছে? (প্রয়োগ)
[ক] Find and Replace এর ব্যবহার
[খ] Data type এর ব্যবহার
[গ] Table এর ব্যবহার
Query and Report এর ব্যবহার
২৪৯. ডেটাবেজ সমজাতীয় রেকর্ডসমূহের গ্রæপকে পৃথক করে প্রদর্শনের জন্য কোনটি ব্যবহার করা হয়? (প্রয়োগ)
[ক] রিপোর্ট [খ] রেকর্ড
[গ] ফিল্ড কুয়েরি
২৫০. নিচের কোনটি ডেটাটেবিলের সকল ফিল্ড এবং রেকর্ডকে সাবসেট হিসেবে প্রদর্শন করে? (জ্ঞান)
Query [খ] ঈযধৎঃ
[গ] Table [ঘ] Form