page-20

page: 6

অধ্যায়ঃ ৬

নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)

১৭৬. তারিখ/সময় ফিল্ডের ডেটা বা তথ্যের ভিত্তিতে-

i. বয়স বের করা যাবে

ii. বয়স সংক্রান্ত যোগের কাজ করা যাবে

iii. বয়স সংক্রান্ত তুলনার কাজ করা যাবে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১৭৭. ডেটা সংরক্ষণের কাজ করা যাবে-

i. Save আইকন ক্লিক করে

ii. Ctrl বোতাম চেপে ঝ বোতামে চাপ দিয়ে

iii. Start আইকন ক্লিক করে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

☑ i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৭৮. ডেটা এন্ট্রির শুরুতে নির্ধারণ করে নেওয়া যেতে পারে-

i. ফন্ট

ii. ফন্টের আকার

iii. ফন্টের নিয়ম

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

☑ i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৭৯. ডেটা এন্ট্রির ক্ষেত্রে-

i. ওয়ার্ড প্রসেসিংয়ের সাধারণ নিয়মে টাইপ করে টেবিলে ডেটা এন্ট্রি করতে হবে

ii. শুরুতেই ফন্ট, ফন্টের আকার ইত্যাদি নির্ধারণ করে নিতে হবে

iii. এক ফিল্ডের ডেটা টাইপ শেষ হলে কীবোর্ডের ট্যাব বোতামে চাপ দিলে কার্সর পরবর্তী ফিল্ডে চলে যাবে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১৮০. এক্সেস ডেটাবেজে কোনো ঘরের বানান সংশোধনের জন্য-

i. ঘরটি সিলেক্ট করতে হবে

ii. ঘরটিতে ট্যাব বোতাম চাপতে হবে

iii. ঘরটিতে সাধারণ নিয়মে টাইপ করতে হবে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii ☑ i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৮১. ডেটাবেজ বন্ধ করে রাখা ফাইল খোলার জন্য-

i. যে ফোল্ডারে আছে সে ফোল্ডারে যেতে হবে

ii. ফাইলের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে

iii. Open বোতামে ক্লিক করতে হবে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১৮২. এক্সেস ডেটাবেজে প্রয়োজনীয় ফিল্ড বাতিল করার জন্য-

i. ডেটাশিট মেনুর রিবনে Delete আইকনে ক্লিক করতে হবে

ii. ফাইলের উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে

iii. ফিল্ডটি সিলেক্ট করতে হবে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii ☑ i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৮৩. এক্সেস ডেটাবেজে রেকর্ড বাতিল করার জন্য-

i. রেকর্ডটি সিলেক্ট করতে হবে

ii. Home মেনুর রিবনে Delete আইকনে ক্লিক করতে হবে

iii. বার্তা বক্সে Yes বোতামে ক্লিক করতে হবে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১৮৪. ডেটাবেজে যা বাতিল করলে Undo করা অসম্ভব-

i. কলাম

ii. রেকর্ড

iii. টেবিল

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১৮৫. রামিম ডেটাবেজের টেবিলে ডেটা এন্ট্রি করছে। ফিল্ডসহ পুরো কলাম বাতিল করার জন্য সে Delete আইকনে ক্লিক করতে পারবে-

i. Home মেনু থেকে

ii. ডেটাশিট মেনু থেকে

iii. ফিল্ড মেনু থেকে

 

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১৮৬. লিখন একটি ডেটা টেবিল তৈরি করেছে। এখন সে ফিল্ড বা কলামের ভিত্তিতে সম্পূর্ণ ডেটাবেজকে বিন্যস্ত করতে পারবে-

i. বর্ণানুক্রমিকভাবে

ii. অনুপাতক্রমিকভাবে

iii. সংখ্যানুক্রমিকভাবে

 

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)

[ক] i ও ii ☑ i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৮৭. ডেটাবেজকে বর্ণানুক্রমিক বা সংখ্যানুক্রমিকভাবে বিন্যস্ত করা যায়-

i. ফিল্ডের ভিত্তিতে

ii. কলামের ভিত্তিতে

iii. রেকর্ডের ভিত্তিতে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

☑ i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৮৮. ডেটাবেজ টেবিলের ডেটাকে বিন্যস্ত করা যায়-

i. আরোহী পদ্ধতিতে

ii. অবরোহী পদ্ধতিতে

iii. উভরোহী পদ্ধতিতে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

☑ i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৮৯. ডেটাবেজে যেসকল ফিল্ডের ডেটা বর্ণানুক্রমিক-

i. ব্যক্তির নাম

ii. গ্রামের ঠিকানা

iii. ইউনিয়নের নাম

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১৯০. রিমা রামপুরা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ের ডেটাবেজে তার বর্ণানুক্রমিক ডেটা হলো-

i. নাম

ii. রোল

iii. ঠিকানা

 

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)

 

[ক] i ও ii ☑ i ও iii

[গ] ii ও iii [ঘ] i, ii ও iii

১৯১. ডেটাবেজের যেসকল ফিল্ডের ডেটা সংখ্যানুক্রমিক-

i. ক্রমিক নম্বর

ii. জন্ম তারিখ

iii. বয়স

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১৯২. রিজভী তার অফিসের সকল শ্রমিকদের তথ্য সংরক্ষণের জন্য একটি ডেটাবেজ তৈরি করছে। তার ডেটাবেজে একজন শ্রমিকের সংখ্যানুক্রমিক ডেটা হলো-

i. তার নাম

ii. তার বয়স

iii. তার বেতন

 

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)

[ক] i ও ii [খ] i ও iii ☑ ii ও iii [ঘ] i, ii ও iii

 

১৯৩. একটি ডেটাবেজে ডেটাগুলো বিন্যস্তকরণের পর-

i. কলামের অবস্থান পরিবর্তিত হবে

ii. রেকর্ডের অবস্থান অপরিবর্তিত থাকবে

iii. রেকর্ডের তথ্য অপরিবর্তিত থাকবে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

☑ ii ও iii [ঘ] i, ii ও iii

 

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৯৪ ও ১৯৫ নং প্রশ্নের উত্তর দাও :

মুহিন এবং তার পাঁচ বন্ধু মিলে ‘খেলা ঘর’ নামে একটি ক্লাব গঠন করল। ক্লাবের সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহিনের কম্পিউটারে সকল সদস্যের তথ্য সংরক্ষণ করে রাখা হবে। মুহিন জানাল সে এজন্য একটি ডেটাবেজ তৈরি করবে।

 

১৯৪. মুহিনের কম্পিউটারে কোনটি ইনস্টল করতে হবে? (প্রয়োগ)

[ক] মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট

[খ] মাইক্রোসফট ওয়ার্ড

☑ মাইক্রোসফট অফিস এক্সেস

[ঘ] মজিলা ফায়ারবক্স

 

১৯৫. কম্পিউটারে প্রোগ্রামটি চালু করার ক্ষেত্রে মুহিনের কাজের ধাপগুলো হবে-

i. Start মেনু হতে All Program এ যাওয়া

ii. Microsoft Office মেনুতে ক্লিক করা

iii. Microsoft Office Access কমান্ড সিলেক্ট করা

 

নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১৯৬. ডেটাবেজ থেকে তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে? (জ্ঞান)

☑ Find [খ] Replace

[গ] Search [ঘ] End

 

১৯৭. Home মেনুর Find আইকনে ক্লিক করলে কোন ডায়ালগ বক্স আসবে? (জ্ঞান)

☑ Find and Replace [খ] Find and entry

[গ] Find and box [ঘ] Find What

 

১৯৮. খালেদ হাসান তার অফিসের ডেটাবেজ থেকে প্রয়োজনীয় কিছু তথ্য খুঁজে বের করতে চান। এজন্য তাকে Find and Replace ডায়ালগ বক্সের কোথায় টাইপ করতে হবে? (প্রয়োগ)

[ক] Find Next আইকনে

[খ] Find and Replace আইকনে

[গ] Search আইকনে

☑ Find What আইকনে

 

১৯৯. ডেটাবেজে তথ্য অনুসন্ধান করার সঠিক পদ্ধতি কোনটি? (প্রয়োগ)

[ক] Start → Find → Replace → Microsoft Office Access

☑ Home Menu → Find → Find and Replace → Find what

[গ] All Program → Find → Microsoft Office → Microsoft Office Access

[ঘ] Find → All Program → Microsoft Office Access → Microsoft Office

 

২০০. তথ্য খোঁজার ক্ষেত্রে Find and Replace ডায়ালগ বক্সের Look in ড্রপ ডাউন তালিকা থেকে কী সিলেক্ট করতে হয়? (জ্ঞান)

☑ Name [খ] Start

[গ] Entry [ঘ] New

 

২০১. তথ্য খোঁজার ক্ষেত্রে Find and Replace ডায়ালগ বক্সের Match ড্রপ ডাউন তালিকা থেকে কী সিলেক্ট করতে হবে? (জ্ঞান)

☑ Any Part of Field [খ] Any part of view

[গ] Any Part of entry [ঘ] Any Part of Access

 

২০২. নাম খোঁজার প্রয়োজন না থাকলে Find and Replace ডায়ালগ বক্সের কোন বোতামে ক্লিক করতে হবে? (জ্ঞান)

[ক] Yes [খ] Start

☑ Cancel [ঘ] More

 

২০৩. রিবনে কোন আইকনে ক্লিক করলে ফিল্টার ডায়ালগ বক্স আসবে? (জ্ঞান)

[ক] Equals [খ] Start

☑ Filter [ঘ] Entry

 

২০৪. রেকর্ড আনডু বা বাতিল করার জন্য রিবনে Toggle filter আইকন মাউস পয়েন্টার স্থাপন করলে আইকনটি কী হিসেবে কাজ করবে? (জ্ঞান)

[ক] Apply Filter ☑ Remove Filter

[গ] Toggle Filter [ঘ] Start Filter

 

২০৫. ডেটাবেজে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে? (জ্ঞান)

[ক] Find [খ] Replace

[গ] Search ☑ Filter

 

২০৬. মাতৃভূমি কলেজে ১৮ থেকে ২০ বছরের শিক্ষার্থীদের রেকর্ড অনুসন্ধান করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে? (প্রয়োগ)

[ক] Find Numbers [খ] Replace Numbers

[গ] Search Numbers ☑ Between Numbers

 

২০৭. ডেটাবেজে শর্তের ভিত্তিতে প্রদর্শিত রেকর্ড আন্ডু করার জন্য কোন আইকনে ক্লিক করতে হবে? (জ্ঞান)

[ক] Fine [খ] Replace

☑ Toggle Filter [ঘ] Remove Filter

 

২০৮. কোনো ব্যক্তিকে খুঁজতে হলে Find what এডিট করে কী টাইপ করতে হবে? (জ্ঞান)

[ক] ফর্মুলা [খ] ব্যক্তির বয়স

☑ ব্যক্তির নাম [ঘ] ব্যক্তির ঠিকানা

 

২০৯. শিমুল তাদের স্কুলের ডেটাবেজ থেকে তার বন্ধু রিয়ানের তথ্য খুঁজে বের করল। এখন সে তার আরেক বন্ধু জিকুর তথ্য খুঁজে বের করতে চায়। এজন্য তাকে Find and Replace ডায়ালগ বক্সের কোন আইকন ক্লিক করতে হবে? (প্রয়োগ)

[ক] Find [খ] Find what

[গ] Find and Replace ☑ Find next

 

২১০. সর্বশেষে নাম দেখার পর পর্দায় কী প্রদর্শিত হবে? (জ্ঞান)

☑ ফিনিশ [খ] টেবিল

[গ] বার্তা [ঘ] Home মেনু