page-11

page: 3

অধ্যায়ঃ ৪

নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)

৭১. কোন ব্যবস্থার কারণে যেকোনো স্থান থেকে যেকোনো সময় ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা যায়? (প্রয়োগ)

[ক] এমটিএস পদ্ধতিতে

[খ] ফটোকপি মেশিনের মাধ্যমে

☑ ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে

[ঘ] কম্পিউটারের মাধ্যমে

 

৭২. কোন ধরনের ফাইল সংরক্ষণ সবচেয়ে সহজ? (জ্ঞান)

[ক] কাগজের নথি [খ] পেপার

[গ] কাগজের ফাইল ☑ ওয়ার্ড ফাইল

 

৭৩. আধুনিক অফিস ব্যবস্থায় অপরিহার্য কোনটি? (জ্ঞান)

[ক] ওয়ার্ড প্রসেসর ☑ ফাইল ব্যবস্থাপনা

[গ] অফিস অটোমেশন [ঘ] কম্পিউটার ব্যবহার

 

৭৪. অফিস বাটন থাকে নিচের কোন সফটওয়্যারে? (জ্ঞান)

[ক] ইয়াহু ☑ ওয়ার্ড প্রসেসর

[গ] ইলাস্ট্রেটর [ঘ] ফটোশপ

 

৭৫. ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান? (অনুধাবন)

[ক] নিচের বামদিকে কোণায় [খ] status bar এ

☑ উপরের বামদিকে কোণায় [ঘ] রিবনে

 

৭৬. ওয়ার্ড প্রসেসরে নিউ অপশনটি কোন বাটনে থাকে? (জ্ঞান)

[ক] Home [খ] ইনসার্ট

[গ] রেফারেন্স ☑ অফিস বাটন

 

৭৭. ওয়ার্ড প্রসেসরে Open অপশনটি কোন বাটনে থাকে? (জ্ঞান)

☑ অফিস বাটনে [খ] পেইজ লেআউট

[গ] টেক্সট [ঘ] রিভিউ

 

৭৮. Save ও Save as অপশন দুটি ওয়ার্ডের কোন বাটনের অপশন? (জ্ঞান)

[ক] রেফারেন্স [খ] clipboard

☑ অফিস বাটন [ঘ] এডিটিং

 

৭৯. Insert বাটনে পাওয়া যায় কোন অপশনটি? (জ্ঞান)

[ক] Open ☑ Table

[গ] Save [ঘ] Prepare

 

৮০. Prepare অপশনটি কোন ওয়ার্ড বাটনের? (জ্ঞান)

☑ অফিস বাটন [খ] Home

[গ] ইনসার্ট [ঘ] মেইলিং

 

৮১. Print অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে পাওয়া যায়? (জ্ঞান)

ক হোম [খ] ইনসার্ট

[গ] রিভিউ ☑ অফিস বাটনে

 

৮২. ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কীবোর্ড কমান্ড কোনটি? (জ্ঞান)

ক Ctrl + 0 ☑ Ctrl + N

[গ] Ctrl + P [ঘ] Ctrl + C

 

৮৩. ওয়ার্ডে Print অপশনটি কোথায় পাওয়া যায়? (অনুধাবন)

ক Formula-এ [খ] Insert-এ

[গ] Text-এ ☑ অফিস বাটনে

 

৮৪. ওয়ার্ডে Publish অপশনটি কোথায় পাওয়া যায়? (অনুধাবন)

[ক] হোম ট্যাবে [খ] রেফারেন্স ট্যাবে

☑ অফিস বাটনে [ঘ] পেইজ সেটআপ গ্রুপে

 

৮৫. Business contact manager এ অপশনটি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনে থাকে? (প্রয়োগ)

☑ অফিস বাটনে [খ] হোম

[গ] রিভিউ [ঘ] মেইলিং

 

৮৬. ওয়ার্ড প্রসেসরে ডকুমেন্ট প্রিন্টের কীবোর্ড কমান্ড কোনটি? (জ্ঞান)

[ক] Shift + P [খ] Alt + P

☑ Ctrl + P [ঘ] P + enter

 

৮৭. ঈষড়ংব ড়ঢ়ঃরড়হ টি ওয়ার্ড প্রসেসরের কোন বাটনের অংশ? (জ্ঞান)

[ক] New ☑ Office button

[গ] Insert [ঘ] Clipboard

৮৮. মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সবচেয়ে আধুনিক কোনটি? (অনুধাবন)

☑ Microsoft Word 2013 [খ] Microsoft Word 2007

[গ] Microsoft Word 2003 [ঘ] Microsoft Word 2016

 

৮৯. পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খুলতে কোথায় ক্লিক করতে হয়? (জ্ঞান)

[ক] নিউ অপশনে [খ] ক্লোজ অপশনে

[গ] প্রিপেয়ার অপশনে ☑ ওপেন অপশনে

 

৯০. কোনো document সংরক্ষণ করতে কোথায় মাউস ক্লিক করতে হয়? (অনুধাবন)

[ক] ওপেন অপশনে ☑ সেইভ অপশনে

[গ] পাবলিশ অপশনে [ঘ] নিউ অপশনে

 

৯১. ওপেন অপশনটির কীবোর্ড কমান্ড কোনটি? (প্রয়োগ)

[ক] Ctrl + [ঘ] [খ] Ctrl + P

☑ Ctrl + O [ঘ] Shift + O

 

৯২. একই document কে ভিন্ন নামে ংধাব করতে কোন অপশনটি ব্যবহার করতে হয়? (অনুধাবন)

[ক] Save [খ] Save in

☑ Save as [ঘ] Save of

 

৯৩. একই Document ভিন্ন নামে সংরক্ষণের সুবিধা কী? (অনুধাবন)

[ক] Document এ ওয়ার্ড আর্ট যোগ করা যায়

☑ মূল Document অপরিবর্তিত রেখে নতুন সংরক্ষিত Document এ কাজ করা যায়

[গ] Document খুঁজে পেতে সুবিধা হয়

[ঘ] Document বার বার ব্যবহার করা যায়

 

৯৪. অফিস বাটনের নিটকস্থ ডান পাশের আইকনটিকে কী বলে? (জ্ঞান)

[ক] Copy আইকন [খ] Font আইকন

☑ Save আইকন [ঘ] Clipboard

 

৯৫. Insert বাটনের নিকটস্থ বামপাশের বাটন কোনটি? (জ্ঞান)

☑ Home [খ] Office

[গ] Reference [ঘ] Table

 

৯৬. যদি ওয়ার্ড প্রসেসরে কোনো নতুন document ড়ঢ়বহ করতে হয় তবে কোন বাটনে ক্লিক করতে হবে? (অনুধাবন)

[ক] Home ট্যাব এ [খ] Insert ট্যাব এ

☑ Office বাটনে [ঘ] Open অপশনে

 

৯৭. আমাদের দৈনন্দিন জীবনের ছোট বড় হিসাবের আওতাভুক্ত হলো-

i. বাজারের হিসাব

ii. বাসা ভাড়ার হিসাব

iii. পরীক্ষার ফলাফল প্রস্তুত

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

৯৮. মনির সাহেব তার কম্পিউটারে অফিস সফটওয়্যার প্রোগ্রামটি ইনস্টল করলেন। এই প্রোগ্রামটি ব্যবহার করে তিনি তার যে কাজগুলো করতে পারবেন-

i. নানারকম লেখালেখির কাজ

ii. কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজ

iii. দৈনন্দিন ছোট বড় হিসাবের কাজ

 

নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)

[ক] i ও ii ☑ i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

৯৯. অফিস সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি-

i. ডেস্কটপ কম্পিউটারে

ii. ল্যাপটপ কম্পিউটারে

iii. স্মার্টফোনে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii

 

১০০. তথ্য গ্রহণ ও উপস্থাপনের জন্য লিখিত কিছুর প্রয়োজন-

i. টেলিভিশনে

ii. কম্পিউটারে

iii. মোবাইল ফোনে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

[গ] ii ও iii ☑ i, ii ও iii