HSC MCQ QUIZ 2

বহুনির্বাচনী অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (HSC)
অধ্যায়- ১
পূর্ণমানঃ ৩০
সময়ঃ ২০ মিনিট
1. 
আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি?

2. 
কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?

3. 
টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?

4. 
মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?

5. 
ক্রায়োসার্জারি করতে হয় যে চিকিৎসায়-

i. স্তন ক্যান্সারের চিকিৎসায়    
ii. প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায়
iii. লিভার ক্যান্সারের চিকিৎসায়

নিচের কোনটি সঠিক?

6. 
আচরণগত বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স হচ্ছে-

i. ফেইস রিকগনিশন
ii. ভয়েস রিকগনিশন
iii. টাইপিং কী স্ট্রোক

নিচের কোনটি সঠিক?

7. 
ক্রায়ােসার্জারি কোন ধরনের রােগের চিকিৎসায় ব্যবহৃত হয়?

8. 
মিজান বুয়েটে ভর্তির সুযােগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়

উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে

i. ভার্চুয়াল ড্রাইভিং
ii. অনলাইন ব্যাংকিং
iii. আউটসাের্সিং

নিচের কোনটি সঠিক?

9. 
পলিথিন, ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়?

10. 
মি, হাসান তার ফ্যাক্টরিতে উৎপাদিত, চিপসের গুণগত মান বৃদ্ধি ও দীর্ঘ সময় মচমচে রাখতে প্যাকেটজাতকরণে পদার্থের মাইক্রোস্কোপিক অণু দিয়ে তৈরি প্যাকেট ব্যবহার করে ।পণ্যের বিপণন, মজুদকরণ এবং উৎপাদনে গতিশীলতার কারণে বাজারে তার অবস্থা আরাে শক্তিশালী হয় ।

 মি. হাসানের বাজারে শক্ত অবস্থানের কারণ পণ্যটি-

i. আকর্ষণীয় মােড়কযুক্ত

ii. আর্দ্রতা প্রতিরােধী
iii. পরিবহনে সুবিধা

নিচের কোনটি সঠিক?

11. 
লােকমান সাহেব গবেষণা করে নানান প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন; এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।

 লােকমান সাহেবের সাফল্যে-

i. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
ii. দেশে প্রচুর ফল ও ফুল উৎপাদন হবে
iii. দেশীয় প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা রয়েছে।

নিচের কোনটি সঠিক?

12. 
ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে-

i. কম্পিউটার
ii. ক্রায়ােপ্রােব
iii. রােবট

নিচের কোনটি সঠিক?

13. 
নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে?

14. 
অনুমতি ব্যতীত কোনাে কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে?

15. 
ই-কমার্স এর অন্তর্ভুক্ত নয়।

16. 
বায়ােইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলাে হলাে—

i. জৈব প্রযুক্তি
ii. জীবাণু অস্ত্র তৈরি
iii. মহাকাশ গবেষণা

নিচের কোনটি সঠিক?

17. 
বায়ােমেট্রিক্স ব্যবহার করা হয়-

18. 
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়ােগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে –

i. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে।
ii. রােগীর ব্যথা কম হবে
iii. সুস্থ হতে সময় কম লাগবে

নিচের কোনটি সঠিক?

19. 
পাটের জিন মানচিত্র আবিষ্কার করেন কে?

20. 
ক্রায়োসার্জারির ক্ষেত্রে সমন্বিতভাবে ব্যবহৃত হয়-

i. প্রপেন
ii. অ্যালকোহল
iii. ডাইমিথাইল ইথার

নিচের কোনটি সঠিক?

21. 
অত্যধিক ঠাণ্ডায় অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুর ওপর নিচের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়?

22. 
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়ােজনীয় উপাদান হলাে—

i. কানেকটিভিটি
ii. ডেটা
iii. সক্ষমতা

নিচের কোনটি সঠিক?

23. 
মি, ‘ক’ ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায় ।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত হতে পারে-

24. 
কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানাে যায়?

25. 
আউটসাের্সিং কী?

i.  নির্দিষ্ট শ্রম ঘণ্টায় কাজ করা
ii.  ইন্টারনেটভিত্তিক কাজ
iii. বিশেষ ব্রাউজিং সুবিধা।
iv. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।

26. 
ভিজুয়্যাল ম্যানুফ্যাকচারিং সিস্টেম অটোমােশনে ব্যবহৃত হয়-

27. 
বায়ােমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য –

28. 
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?

29. 
বায়ােমেট্রিক্স ব্যবহৃত হয়-

i.কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে
ii. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে
iii. পাসপাের্ট তৈরিতে

নিচের কোনটি সঠিক?

30. 
রহিম সাহেব বন্যাপ্রবণ এলাকায় চাষাবাদ উপযােগী ধান উৎপাদনের লক্ষ্যে কাজ করার পর একটি বিশেষ জাতের ধান উৎপাদন করলেন যা বন্যার পানিতে তলিয়ে গেলেও সহজে নষ্ট হয় না।

 উপরােক্ত কর্মকাণ্ডটি—
i. খাদ্য ঘাটতি পূরণে সহায়তা করবে
ii. পরিবেশের ভারসাম্য রক্ষা করবে
iii. অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে

নিচের কোনটি সঠিক?