page: 1
অধ্যায়ঃ ৩
নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)
১. ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন?
[ক] ডেস্কটপ পিসি [খ] ট্যাবলেট পিসি
[গ] স্মার্টফোন ☑ ইন্টারনেট সংযোগ
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
☑ কম্পিউটার [খ] টেলিভিশন
[গ] ইন্টারনেট [ঘ] স্মার্টফোন
৩. ডিজিটাল কনটেন্ট হলো-
i. ই-বুক, ব্লগপোস্ট ও ই নিবন্ধ
ii. ইনফো গ্রাফিক্স ও এ্যানিমেটেড ছবি
iii. অডিও ও ভিডিও স্ট্রিমিং
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :
রিনি ও রনির বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন। রিনি নবম শ্রেণিতে ও রনি দ্বাদশ শ্রেণিতে পড়ে।
৪. ট্যাবলেট পিসিটির সর্বোত্তম ব্যবহার সম্ভব-
[ক] গেমস খেলায় [খ] গান শোনায়
[গ] হিসাবনিকাশে ☑ লেখাপড়ার কাজে
৫. রিনি ও রনির জন্য ট্যাবলেট পিসিটার সর্বোচ্চ ব্যবহার করতে-
i. দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন
ii. কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে
iii. ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
লিখন তার বাবার কাছ থেকে তথ্যপ্রযুক্তির প্রধান ডিভাইস সম্পর্কে জানতে পারল। সে আরও জানল যে তথ্য প্রযুক্তি নিয়ে পড়ালেখা করলে ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গঠন সম্ভব।
৬. লিখন কোন ডিভাইস সম্পর্কে জানল? (প্রয়োগ)
[ক] রেডিও ☑ কম্পিউটার
[গ] টেলিভিশন [ঘ] ক্যামেরা
৭. উল্লিখিত প্রযুক্তিতে দক্ষ হলে লিখন তার ক্যারিয়ার গঠন করতে পারবে-
i. কম্পিউটার সায়েন্সে
ii. রোবোটিক ইঞ্জিনিয়ারিং-এ
iii. ডেটা কমিউনিকেশনে
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
[ক] i ও ii [খ] i ও iii
[গ] ii ও iii ☑ i, ii ও iii
৮. কোনো তথ্য আধেয় বা কনটেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে তাকে কী বলে? (জ্ঞান)
[ক] ডিজিটাল কম্পিউটর [খ] ডিজিটাল ক্যামেরা
☑ ডিজিটাল কনটেন্ট [ঘ] ডিজিটাল ফটোশপ
৯. কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কী বলে? (জ্ঞান)
☑ ডিজিটাল কনটেন্ট [খ] এনালগ কনটেন্ট
[গ] ই-মেইল [ঘ] অ্যানিমেশন
১০. ডিজিটাল কনটেন্ট কীভাবে কম্পিউটারে সংরক্ষিত হতে পারে? (জ্ঞান)
[ক] হাইব্রিড পদ্ধতিতে ☑ এনালগ ডিজিটাল পদ্ধতিতে
[গ] ই-মেইল আকারে [ঘ] চিত্র আকারে
১১. ডিজিটাল কনটেন্ট কী আকারে সম্প্রসারিত হতে পারে? (জ্ঞান)
☑ কম্পিউটারের ফাইল [খ] কম্পিউটারের ফোল্ডার
[গ] কম্পিউটারের নেটওয়ার্ক [ঘ] কম্পিউটারের প্রোগ্রাম
১২. ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি কিংবা শব্দ সবই কী হতে পারে? (জ্ঞান)
☑ ডিজিটাল কনটেন্ট [খ] ডিজিটাল ক্যামেরা
[গ] ডিজিটাল কম্পিউটার [ঘ] ডিজিটাল তথ্য
১৩. ডিজিটাল কনটেন্টকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
ক ২ [খ] ৩
☑ ৪ [ঘ] ৬
১৪. ডিজিটাল মাধ্যমে এখনও কোনটির পরিমাণ বেশি? (জ্ঞান)
☑ লিখিত তথ্য [খ] ছবি
[গ] ভিডিও [ঘ] অ্যানিমেশন
১৫. নিচের কোনটি টেক্সট কনটেন্ট? (জ্ঞান)
[ক] ইনফো-গ্রাফিক্স ☑ ব্লগ পোস্ট
[গ] অ্যানিমেশন [ঘ] কার্টুন
১৬. নিবন্ধ কী ধরনের কনটেন্ট? (জ্ঞান)
[ক] অডিও কনটেন্ট [খ] ইমেজ কনটেন্ট
টেক্সট কনটেন্ট [ঘ] ভিডিও কনটেন্ট
১৭. নিচের কোনটি ডিজিটাল কনটেন্ট? (জ্ঞান)
[ক] ই-মেইল টেক্সট
[গ] পেনড্রাইভ [ঘ] প্রজেক্টর
১৮. ডিজিটাল মাধ্যমে ব্যবহৃত ই-বুক সংবাদপত্র কী? (জ্ঞান)
[ক] কার্টুন [খ] ছবি
টেক্সট [ঘ] অ্যানিমেশন
১৯. ইনফো-গ্রাফিক্স কী? (জ্ঞান)
[ক] কার্টুন ছবি
[গ] ই-মেইল [ঘ] অ্যানিমেশন
২০. শ্বেতপত্র কী? (জ্ঞান)
[ক] কার্টুন [খ] অ্যানিমেশন
[গ] ব্লগ টেক্সট
২১. কার্টুন কী? (জ্ঞান)
ছবি [খ] অ্যানিমেশন
[গ] ব্লগ [ঘ] ভিডিও
২২. কোনটির কারণে ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? (জ্ঞান)
[ক] ভিডিও প্লেয়ার মোবাইল
[গ] টিভি [ঘ] ভিডিও প্রজেক্টর
২৩. কোনটির কারণে ইন্টারনেটে ভিডিও কনটেন্টের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে? (জ্ঞান)
[ক] ভিডিও প্লেয়ার [খ] মোবাইল
[গ] টিভি ইউটিউব
২৪. বর্তমানে কোথায় যেকোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হয়ে থাকে? (জ্ঞান)
ইন্টারনেটে [খ] মোবাইলে
[গ] টিভিতে [ঘ] কম্পিউটার
২৫. ইন্টারনেটে সরাসরি কোনো ঘটনার ভিডিও প্রচারিত হওয়াকে কী বলে? (জ্ঞান)
[ক] ভিডিও বাফারিং ভিডিও স্ট্রিমিং
[গ] ভিডিও রোমিং [ঘ] ভিডিও প্লেইং
২৬. ভিডিও স্ট্রিমিং, ইউটিউব ভিডিও প্রভৃতি কী ধরনের ডিজিটাল কনটেন্ট? (জ্ঞান)
[ক] টেক্সট বা লিখিত কনটেন্ট [খ] ছবি
ভিডিও ও এনিমেশন [ঘ] শব্দ বা অডিও
২৭. বিভিন্ন বিষয়ের অডিও ফাইল, অডিও কনটেন্ট, ব্রডকাস্ট ও ওয়েবিনারো অডিও কোন ধরনের ডিজিটাল কনটেন্ট? (জ্ঞান)
[ক] টেক্সট বা লিখিত কনটেন্ট [খ] ছবি
[গ] ভিডিও ও এনিমেশন শব্দ বা অডিও
২৮. ওয়েবিনারো কী? (জ্ঞান)
[ক] ভিডিও কনটেন্ট অডিও কনটেন্ট
[গ] ইমেজ কনটেন্ট [ঘ] ইন্টারনেট
২৯. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন কনটেন্টের অন্তর্ভুক্ত? (জ্ঞান)
অডিও কনটেন্ট [খ] ভিডিও কনটেন্ট
[গ] ইমেজ কনটেন্ট [ঘ] লিখিত কনটেন্ট
৩০. ববিতা স্কুল গেট দিয়ে ঢোকার সময় এক লোক তার হাতে তাদের প্রতিষ্ঠানের প্রকাশিত বিভিন্ন বইয়ের একটি তালিকা ববিতাকে দিল। এই তালিকাটি কোন ধরনের কনটেন্ট? (প্রয়োগ)
টেক্সট [খ] ভিডিও
[গ] ছবি [ঘ] এনিমেশন
৩১. জাবেদ বারান্দায় বসে রং তুলি দিয়ে ছবি আঁকছে। তার আঁকা ছবিটি কোন ধরনের কনটেন্ট? (প্রয়োগ)
[ক] লিখিত [খ] এনিমেশন
☑ ছবি [ঘ] টেক্সট
৩২. ইন্টারনেটের ভিডিও শেয়ারিং সাইট কোনটি? (জ্ঞান)
[ক] ওডেস্ক ☑ ইউটিউব
[গ] ইল্যান্স [ঘ] এলিসন
৩৩. ডিজিটাল কনটেন্টের বৈশিষ্ট্য হলো-
i. ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে
ii. ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয়
iii. ডিজিটাল উপাত্ত আকারে প্রেরিত ও গৃহীত হয়
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii ☑ i, ii ও iii
৩৪. ডিজিটাল কনটেন্ট সংরক্ষিত হতে পারে-
i. ডিজিটাল পদ্ধতিতে
ii. এনালগ পদ্ধতিতে
iii. মিশ্র পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
☑ i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
৩৫. ডিজিটাল কনটেন্ট সম্প্রচারিত হতে পারে-
i. কম্পিউটারের ফাইল আকারে
ii. এনালগ পদ্ধতিতে
iii. ডিজিটাল পদ্ধতিতে
নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
[ক] i ও ii ☑ i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii