page: 1                                                                       

অধ্যায়ঃ ১

নৈর্ব্যক্তিক অভীক্ষা (SSC)

১. লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?

[ক] ১৮৩৩ [খ] ১৮৪২

[গ] ১৯৫৩ ☑ ১৯৯১

 

২. কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?

☑ চার্লস ব্যাবেজ [খ] অ্যাডা লাভলেস

[গ] জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল [ঘ] জগদীশ চন্দ্র বসু

 

৩. ফেসবুকের নির্মাতা কে?

[ক] স্টিভ জবস [খ] বিল গেটস

☑ মার্ক জুকারবার্গ [ঘ] টিম বার্নার্স লি

 

৪. সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-

i. স্বল্পসময়ে সরকারি সেবা পাওয়া যাবে

ii. সরকারি সেবার মান উন্নত হবে

iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে

 

নিচের কোনটি সঠিক?

[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii ☑ i, ii ও iii

 

নিচের অনুচ্ছেদটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সুমন সেন্টমার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন।

 

৫. স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো-

i. টেলিমেডিসিন সেবা

ii. ই-স্বাস্থ্যসেবা

iii. ই-কমার্স সেবা

 

নিচের কোনটি সঠিক?

☑ i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii

 

৬. সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?

☑ আইসিটি [খ] টেলিভিশন

[গ] রোবট [ঘ] কম্পিউটার

 

৯. একুশ শতকে এসে কিসের ধারণা পুরোপুরি পাল্টে গেছে? (জ্ঞান)

[ক] তথ্যের ☑ সম্পদের

[গ] অর্থনীতির [ঘ] সৃজনশীলতার

 

১০. একুশ শতকের সম্পদ কী? (জ্ঞান)

[ক] অর্থ [খ] যন্ত্র ☑ জ্ঞান [ঘ] শিল্প

 

১১. বর্তমান সময়ে পৃথিবীর সম্পদ কী? (জ্ঞান)

☑ সাধারণ মানুষ [খ] সৃজনশীল মানুষ

[গ] প্রতিভাবান মানুষ [ঘ] প্রতিবন্ধী মানুষ

 

১২. কোন নতুন ধারণাটি সারা পৃথিবীর মানুষের চিন্তা-ভাবনার জগৎটাকে পাল্টে দিয়েছে? (অনুধাবন)

[ক] বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে শিল্প

☑ বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ

[গ] বর্তমান পৃথিবীর অর্থনীতি পুরোপুরি যন্ত্র নির্ভর

[ঘ] বর্তমান পৃথিবীর ভৌগোলিক সীমানা বৃদ্ধি সম্ভব

 

১৩. একুশ শতকের পৃথিবী কোনটির ওপর নির্ভর করে দাঁড়াতে শুরু করেছে? (অনুধাবন)

[ক] যন্ত্রভিত্তিক ☑ জ্ঞানভিত্তিক অর্থনীতি

[গ] বিশ্বায়নের ধারণা [ঘ] আন্তর্জাতিকতার ধারণা

 

১৪. Globalization ও Internationalization ত্বরান্বিত হওয়ার পেছনের কারণটি কী? (উচ্চতর দক্ষতা)

[ক] বিশ্লেষণী চিন্তন দক্ষতা

[খ] সমস্যা সমাধানে পারদর্শিতা

☑ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

[ঘ] পারস্পরিক সহযোগিতা মনোভাব

 

১৫. কোনটির কারণে দেশের সীমানা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে? (জ্ঞান)

[ক] শিল্প বিপ্লব ☑ বিশ্বায়ন[গ] আন্তর্জাতিকতা [ঘ] জ্ঞানভিত্তিক অর্থনীতি

 

১৬. নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? (জ্ঞান)

[ক] বিশ্বায়ন ☑ আন্তর্জাতিকতা

[গ] যোগাযোগ দক্ষতা [ঘ] প্রয়োজনীয় দক্ষতা

 

১৭. পৃথিবীর মানুষকে এক সময় বেঁচে থাকার জন্য কিসের ওপর নির্ভর করতে হতো? (জ্ঞান)

☑ প্রকৃতির অনুকম্পা [খ] প্রকৃতির উদাসীনতা

 

[গ] বিজ্ঞানের দান [ঘ] নিজ শারীরিক সক্ষমতা

 

 

১৮. মানুষ কীভাবে প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে? (অনুধাবন)

[ক] বিশ্বায়নের মাধ্যমে

[খ] পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে

☑ যন্ত্র আবিষ্কারের মাধ্যমে

[ঘ] প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে

 

১৯. কখন শিল্প বিপ্লব সংঘটিত হয়? (জ্ঞান)

[ক] ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীতে

[খ] সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে

☑ অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে

[ঘ] ঊনবিংশ থেকে বিংশ শতাব্দীতে

 

২০. একুশ শতকে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে? (জ্ঞান)

[ক] শিল্পভিত্তিক [খ] যন্ত্রভিত্তিক

[গ] কৃষিভিত্তিক ☑ জ্ঞানভিত্তিক

 

২১. একুশ শতকে কারা পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে? (জ্ঞান)

[ক] যারা তথ্যপ্রযুক্তিতে পারদর্শী

[খ] যারা শিল্প বিপ্লবে অংশ নিবে

☑ যারা প্রযুক্তিভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ নিবে

[ঘ] যারা প্রযুক্তিভিত্তিক দেশ গঠনের বিপ্লবে অংশ নিবে

 

২২. জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ নিতে কোনটি প্রয়োজন? (অনুধাবন)

[ক] শক্তিশালী যন্ত্র ☑ বিশেষ ধরনের প্রস্তুতি

[গ] প্রকৃতির অনুকম্পা [ঘ] চ্যালেঞ্জ গ্রহণের দক্ষতা

 

২৩. বেঁচে থাকার সুনির্দিষ্ট দক্ষতাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে সবচেয়ে দ্রুত স্থান করে নিচ্ছে? (অনুধাবন)

[ক] সুনাগরিকত্ব

[খ] বিশ্লেষণী চিন্তন দক্ষতা

[গ] পারস্পরিক সহযোগিতার মনোভাব

☑ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা

 

২৪. শাওন একুশ শতকের একজন সাধারণ কিশোর। বর্তমানে টিকে থাকার জন্য তাকে কী জানতে হবে? (প্রয়োগ)

[ক] বিশ্বায়নের শর্ত [খ] আন্তর্জাতিকতার প্রয়োজনীয়তা

☑ আইসিটির প্রাথমিক বিষয় [ঘ] সুনাগরিকত্ব অর্জনের উপায়

 

২৫. সংগৃহীত তথ্য বিশ্লেষণ, সংযোজন ও মূল্যায়ন করে নতুন তথ্য সৃষ্টি করতে হলে প্রথমে কী শিখতে হবে? (প্রয়োগ)

[ক] প্রকৃতিকে নিয়ন্ত্রণে আনার কৌশল

[খ] শিল্প বিপ্লবে জয়ী হওয়ার কৌশল

[গ] যোগাযোগ সমস্যা সমাধানের কৌশল

☑ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কৌশল

 

২৬. একুশ শতকে চ্যালেঞ্জের মোকাবিলায় কোন ধরনের দক্ষতা অর্জন করা অপরিহার্য? (উচ্চতর দক্ষতা)

[ক] সৃজনশীলতা

☑ আইসিটিতে পারদর্শিতা

[গ] বিশ্লেষণী চিন্তন দক্ষতা

[ঘ] পাস্পরিক সহযোগিতার মনোভাব

 

২৭. রাকিব নবম শ্রেণিতে পড়ে। তার পাঠ্যসূচির কোন বিষয়টি তাকে একুশ শতকের দক্ষ নাগরিক হতে প্রাথমিক দিকনির্দেশনা দিবে? (প্রয়োগ)

[ক] গণিত [খ] বিজ্ঞান

☑ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি [ঘ] বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

২৮. শিক্ষার্থীদের একুশ শতকের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি কিরূপ ভূমিকা রাখবে? (অনুধাবন)

☑ যত সামান্য [খ] অপরিসীম

[গ] অত্যন্ত গুরুত্বপূর্ণ [ঘ] সর্বাধিক গুরুত্বপূর্ণ

 

২৯. তথ্য প্রযুক্তির এই বইটি কোন শতকের দক্ষ নাগরিক হওয়ার প্রাথমিক দিক নির্দেশনা দিবে? [বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

[ক] উনিশ শতক [খ] বিশ শতক

☑ একুশ শতক [ঘ] বাইশ শতক

 

৩০. একুশ শতকে এসে-

i. সম্পদের ধারণা পুরোপুরি পাল্টে গেছে

ii. মানুষের চিন্তাভাবনার জগৎ পাল্টে গেছে

iii. পৃথিবী জ্ঞানভিত্তিক অর্থনীতির উপর দাঁড়াতে শুরু করেছে

 

নিচের কোনটি সঠিক? (অনুধাবন)

[ক] i ও ii [খ] i ও iii

 

[গ] ii ও iii ☑ i, ii ও iii