SSC Question paper

বহুনির্বাচনী অভীক্ষা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (SSC)
অধ্যায়- ১-৫
1. 
জাবেদ তার কম্পিউটারে গতকাল ‘Management Study’ নামে একটি ফাইল সেইভ করে রেখেছিল। ফাইলটি খোলার জন্য তাকে এখন কোথায় ক্লিক করতে হবে?

2. 
অপারেটিং সিস্টেম ইনস্টল করার প্রক্রিয়া-

3. 
কম্পিউটার সচল ও গতিশীল রাখার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হয়?

4. 
কোনো ডকুমেন্ট প্রতি সপ্তাহে ল্যাব রিপোর্ট হিসেবে প্রস্তুত করার প্রয়োজন হলে সেটি কী আকারে সংরক্ষণ করে রাখলে বারবার ব্যবহার করা যায়?

5. 
ওয়েবিনারো কী?

6. 
এনালগ যুগের পুরনো মিডিয়াগুলো এ যুগে কীভাবে ব্যবহৃত হচ্ছে?

7. 
সামিরাকে ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়ার কয়েকটি উদাহরণ দিতে হবে। এক্ষেত্রে সে উল্লেখ করতে পারে-

8. 
মনির সাহেব তার কম্পিউটারে অফিস সফটওয়্যার প্রোগ্রামটি ইনস্টল করলেন। এই প্রোগ্রামটি ব্যবহার করে তিনি তার যে কাজগুলো করতে পারবেন-

9. 
কত সালে VIRUS শব্দের নামকরণ করা হয়?

10. 
ইদানীং কী ছাড়া আইসিটি যন্ত্রপাতির ব্যবহার কল্পনা করা যায় না?

11. 
টেম্পোরারি ফাইল কম্পিউটারের গতিকে কী করে?

12. 
একুশ শতকের পৃথিবী কোনটির ওপর নির্ভর করে দাঁড়াতে শুরু করেছে?

13. 
মাল্টিমিডিয়া বিষয়বস্তু ধারণ ও পরিচালনা করার কোনো কোনো ইলেক্ট্রনিক যন্ত্রকে কখনো কখনো কী নামে চিহ্নিত করা হয়ে থাকে?

14. 
ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য, ছবি কিংবা শব্দ সবই কী হতে পারে?

15. 
ডিজিটাল কনটেন্ট কীভাবে কম্পিউটারে সংরক্ষিত হতে পারে?

16. 
মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে?

17. 
রকিব একটি কোম্পানির প্রধান কর্মকর্তা। আগামীকাল বিদেশ থেকে একদল পরিদর্শক তার কোম্পানি পরিদর্শনে আসবে। তিনি তাঁর ল্যাপটপে বসে ঠিক করছেন অতিথিদের তাঁর কোম্পানি সম্পর্কে কী কী দেখাবেন। এ কাজে তিনি একটি সফটওয়্যারের সাহায্য নিলেন।

18. 
নিচের কোনটি টেক্সট কনটেন্ট?

19. 
সুমন সেন্টমার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন।

20. 
টেম্পোরারি ফাইলগুলো আমাদের কী করা উচিত?

21. 
কোন কমান্ড ব্যবহার করে অল্প সময়ে শব্দ খোঁজা এবং প্রতিস্থাপন করা যায়? (জ্ঞান)

22. 
চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?

23. 
বর্তমান সময়ে পৃথিবীর সম্পদ কী?

24. 
সোহানা বারান্দায় বসে মোবাইল ফোনে গেমস খেলছে। তার বিনোদন মাধ্যমটিকে আমরা কী বলতে পারি?

25. 
মানুষের মনের ভাব প্রকাশ করার মাধ্যম কোনটি?