Exchange_2_values

প্রশ্নঃ দুইটি ভ্যারিয়েবলের মধ্যে পারস্পারিক মান  বিনিময়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখ।

অ্যালগরিদমঃ

 

ধাপ-১: শুরু করি।

ধাপ-৩: a = 7  ও b = 3 সেট করি।

ধাপ-৩: c = a করি।

ধাপ-৪: a = b করি।

ধাপ-৫: b = c করি।

ধাপ-৬: a ও b এর মান প্রিন্ট করি।

ধাপ-৭: শেষ করি।

ফ্লোচার্টঃ

exchange-01
চিত্রঃ দুইটি ভ্যারিয়েবলের পারস্পারিক মান বিনিময়ের ফ্লোচার্ট

দুইটি ভ্যারিয়েবলের মধ্যে পারস্পারিক মান  বিনিময়ের সি প্রোগ্রামঃ

Variable Swapping
#include <stdio.h>
int main()
{
int a=7, b=3, c;
c = a;
a = b;
b = c;
printf("a=%d \n b=%d", a, b);
return 0;
}