ধাপ-১: শুরু করি।
ধাপ-২: sum = 0 ও i = 1সেট করি।
ধাপ-৩: যদি i ≤ 5 হয়, তাহলে ধাপ-৪ এ যাই, নয়তো ধাপ-৬ এ যাই।
ধাপ-৪: sum = sum + i করি।
ধাপ-৫: i = i + 1 করে আবার ধাপ-৩ এ ফিরে যাই।
ধাপ-৬: sum এর মান প্রিন্ট করি।
ধাপ-৭: শেষ করি
#include<stdio.h>
int main()
{
int i, sum=0;
for(i=1; i<=5; i=i+1)
{
sum=sum+i;
}
printf("%d \n",sum);
return 0;
}