হাঁটি হাঁটি পা পা করে চলেই আসে আমাদের পরীক্ষা! পরীক্ষায় বিগ স্কোর করতে হলে নৈর্ব্যত্তিকে তোমার ঝড়ো ইনিংস খেলতেই হবে। কিন্তু যদি প্রোপার প্রাক্টিস না থাকে তাহলে পরীক্ষার হলে বসে দেখবে যে চারটা অপশনই জমজ ভাইদের মত ফ্যালফ্যাল করে তোমার দিকে তাকায়ে আছে। তখন তুমি মাথা চুল্কাইবা আর ভাববা, “ওহ! নো! ঘটনা হ্যাজ বিন ঘটেড”! তাই পরীক্ষায় ঘটাঘট উত্তর লক করতে চাইলে আজ থেকেই শুরু করে দাও ICToons online Live exam
Rajat Shubhra Biswas BSc in IT