1_even_odd

প্রশ্নঃ কোন সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখ।

কোন সংখ্যা যদি ২ দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ ২ দ্বারা ভাগ করলে ভাগশেষ ০ আসে তাহলে সেই সংখ্যাটি জোড় সংখ্যা। সি প্রোগ্রামিং এ ভাগশেষ  নির্ণয় করতে ‘%’ চিহ্ন ব্যবহার করতে হয়।

অ্যালগরিদমঃ

 

ধাপ-১: শুরু করি।

ধাপ-২: x এর মান ইনপুট নেই।

ধাপ-৩: যদি x%2==0 হয়, তাহলে ধাপ-৪ এ যাই, নয়তো ধাপ-৫ এ যাই।

ধাপ-৪: even প্রিন্ট করি, ধাপ-৬ এ যাই।

ধাপ-৫: odd প্রিন্ট করি।

ধাপ-৬: শেষ করি।

ফ্লোচার্টঃ

চিত্রঃ কোন সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের ফ্লোচার্ট

কোন সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের সি প্রোগ্রামঃ

Even Odd Checker
#include <stdio.h>

int main()
{
    int x = 2;
    printf("enter any number: ");
    scanf("%d", &x);
    if(x % 2 == 0)
    {
        printf("\n%d is an even number", x);
    }
    else
    {
        printf("\n%d is an odd number", x);
    }
    return 0;
}
enter any number: