লজিক গেট (Logic gate) হলো এক ধরনের বৈদ্যুতিক বর্তনী যা বুলিয়ান বীজগণিত ব্যবহার করে বিভিন্ন যুক্তি নির্ভর কাজ করে থাকে। লজিক গেটে এক বা একাধিক ইনপুট এবং শুধুমাত্র একটি আউটপুট থাকে।
লজিক গেটের প্রকারভেদঃ
লজিক গেটকে সাধারণত ২ ভাগে ভাগ করা যায়। যথাঃ
১। মৌলিক গেটঃ
যে সকল গেইট অন্য গেইটের সাহায্য ছাড়া তৈরি করা হয় সে সকল গেইটকে মৌলিক গেইট বলে। মৌলিক গেট ৩টি। যথাঃ
১। নট গেট (NOT Gate)
২। অ্যান্ড গেট (AND Gate)
৩। অর গেট (OR Gate)
২। যৌগিক গেটঃ যে সকল গেইট মৌলিক গেইটের সমন্বয়ে তৈরী করা হয় সে সকল গেইটকে যৌগিক গেইট বলে।
১। ন্যান্ড গেট (NAND Gate)
২। নর গেট (NOR Gate)
৩। এক্সর গেট (XOR Gate)
৪। এক্সনর গেট (XNOR Gate)
নট গেট (NOT Gate)
NOT Gate-এ একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে। NOT Gate ইনপুটের বিপরীত মান আউটপুট হিসেবে প্রদান করে। অর্থাৎ ইনপুট ১ দিলে আউটপুট হিসেবে ০ পাওয়া যায়, অপরদিকে ইনপুট ০ দিলে আউটপুট ১ পাওয়া যায়।